১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা
সবশেষ কবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে বাংলাদেশের মেয়েরা, অনেকের স্মৃতি থেকেই হারিয়ে যাওয়ার কথা। রেকর্ড ঘেটে দেখা যাচ্ছে, তারিখটি গত বছরের ১৯ ফেব্রুয়ারি! দীর্ঘ এই বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে মেয়েরা। ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের দল ও সূচি।
দলে খানিকটা চমকও আছে। ওয়ানডের নেতৃত্বে রুমানা আহমেদ থাকলেও টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরেছেন সালমা খাতুন। এক সময় এককভাবেই অধিনায়ক ছিলেন সালমা।
গত বছরের শুরুতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে এবার না থাকাদের মধ্যে উল্লেখযোগ্য নাম অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল।
৫ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী রোববার দক্ষিণ আফ্রিকা পৌঁছাবে বাংলাশে দল। ২ মে প্রস্তুতি ম্যাচ পচেফস্ট্রুমে। সেখানেই প্রথম দুটি ওয়ানডে ৪ ও ৬ মে।
৯ ও ১১ মে পরের দুটি ওয়ানডে কিম্বার্লিতে। ১৪ মে শেষ ওয়ানডে ব্লুমফন্টেইনে। প্রথম টি-টিয়েন্টি খেলতে ১৭ মে কিম্বার্লিতে ফিরবে দল। ১৯ ও ২০ মে শেষ দুটি টি-টোয়েন্টি আবার ব্লুমফন্টেইনে।
গত বছরের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ওয়ানডে খেললেও বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে আরও আগে। ২০১৬ সালের ডিসেম্বরে থাইল্যান্ডে মেয়েদের এশিয়া কাপে।
এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এক রকম আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতিও। আগামী ৩ থেকে ১৪ জুলাই বাছাইপর্ব হবে আয়ারল্যান্ডে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে আগামী নভেম্বরে।
বাংলাদেশ দল: রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিঙ্কি, খাদিজা-তুল-কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, জাহানারা আলম।
ট্যাগ :
বাংলাদেশমহিলা ক্রিকেট