আইপিএল পয়েন্ট টেবিল

আইপিএল পয়েন্ট টেবিল
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইতোমধ্যে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হিসেব বলছে কলকাতা ও দিল্লি ডেয়ার ডেভিলস ছাড়া বাদ-বাকি ছয়টি দল তিনটি করে ম্যাচ জিতেছে।

যদিও এখনো আইপিএল আসরে প্রথম ধাপের খেলা চলতে। তাই এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না কোন চারটি দল এবারের আসরে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলবে।


পয়েন্ট টেবিলে এখন সাকিবের দল ৩ ম্যাচের সবকটিয়ে জয় নিয়ে টেবিলে প্রথম স্থান অবস্থান করছে। ঠিক বিপরীত অবস্থানে রয়েছে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ৩ ম্যাচের সবকটি হেরে টেবিলের তলানীতে রয়েছে।

চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট  টেবিলে বাকি দল গুলো কে কোথায় আছে



এবারের আসরে দল গড়তে কাড়ি কাড়ি অর্থ ঢেলেছে মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরু। তবে সেই অনযায়ী দল গুলো এখনো সাফল্য পাচ্ছে না। যদিও এই তিন শিবিরেই আসর শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ ক্রিকটোরদের ইনজুরির কারণে হারিয়েছে। তাই দল গুলো এখন কিছুটা সংকটাময় অবস্থায় রয়েছে। তবে আশা করা য়ায় আসরের দল গুলো ম্যাচি খেলায় সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিজেদের সেরা ফর্মে চলে আসবে।