ক্লাসে ফিরেছেন জাফর ইকবাল

ক্লাসে ফিরেছেন জাফর ইকবাল
চিকিৎসা পরবর্তী ছুটি শেষে নিজ কর্মস্থলে ফিরেছেন বিশিষ্ট লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এখন থেকে নিয়মিত ক্লাস নিবেন বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক।

সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে নিজের বিভাগীয় অফিস রুমে যোগদানপত্রে স্বাক্ষর করেন অধ্যাপক জাফর ইকবাল।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ। অনেকদিন যাবৎ ক্লাস নিতে পারিনি। ছাত্ররা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তবে আমার কলিগেরা সেই ক্ষতি অনিকটাই পুষিয়ে নিয়েছে। সম্ভব হলে আমি আজ থেকেই ক্লাস নেয়া শুরু করবো।’

এদিকে অধ্যাপক জাফর ইকবালের নিরাপত্তা আগের চেয়ে আরো জোরদার করা হয়েছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক মো. মিরাজ উদ্দিন বলেন, স্যারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অফিস, অ্যাকাডেমিক ভবন ও তার বাসার সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।

গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নিজ বিভাগের ফেস্টিভাল চলাকালে এক বহিরাগত যুবকের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন অধ্যাপক জাফর ইকবাল। আহত অবস্থায় প্রথমে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসা নেওয়ার পর ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ে ফিরে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দেখা করেন জাফর ইকবাল। পরদিন ঢাকায় ফিরে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি।

হামলাকারী ফয়জুর (২৪), তার বাবা, মা, ভাই ও এক মামা বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া এ ঘটনায় আটক ফয়জুরের এক বন্ধুকেও কারাগারে পাঠানো হয়।