বোর্দোর মাঠে কষ্টের জয় পিএসজির
লিগ ওয়ানের শিরোপা আগেই ঘরে তোলা পিএসজি দুই লক্ষ্য সামনে নিয়ে এগুচ্ছে। বোর্দোর মাঠে পাওয়া ১-০ গোলের জয়ে লক্ষ্য পূরণের পথে কিছুটা এগিয়েছে উনাই এমেরির দল।
লিগ ওয়ানের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৯৬ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি পিএসজি গড়েছিল ২০১৫-১৬ মৌসুমে। চলতি লিগে ৩৪ ম্যাচে ২৯ জয় ও তিন ড্রয়ে দলটির পয়েন্ট ৯০। বাকি চার ম্যাচে ৭ পয়েন্ট পেলেই নতুন রেকর্ড গড়বে তারা।
এক মৌসুমে সর্বোচ্চ ১১৮ গোল করার রেকর্ডটি এখনও রাসিং কলোম্বোর দখলে। ১৯৫৯-৬০ মৌসুমে রেকর্ডটি গড়েছিল দলটি। বোর্দোর মাঠে জয়ে এক মৌসুমে ১০৪ গোল নিয়ে এই রেকর্ডের পথেও আছে পিএসজি।
অবশ্য ক্লাবের ইতিহাসের একটি রেকর্ড আরেকটু উঁচুতে নিয়ে গেছে পিএসজি। ২০১৫-১৬ মৌসুমে লিগ ওয়ানে এক মৌসুমে সর্বোচ্চ ১০২ গোল করেছিল তারা।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতে হাভিয়ের পাস্তোরের বাড়ানো ক্রস থেকে পাওয়া বল এদিনসন কাভানি জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি।
৭৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। কর্নারের পর কাভানি হয়ে বল পেয়ে যান জিওভানি লো সেলসো। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
ট্যাগ :
লিগ ওয়ানপিএসজি