নেইমারের ফেরা নিয়ে অনিশ্চিত এমেরি

নেইমারের ফেরা নিয়ে অনিশ্চিত এমেরি
পায়ের পাতায় অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে কবে মাঠে ফিরছেন নেইমার তা জানেন না পিএসজি কোচ উনাই এমেরি।

ফেব্রুয়ারিতে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে চোট পান নেইমার। ব্রাজিলে তার পায়ের পাতার পঞ্চম মেটাটারসালে অস্ত্রোপচার করা হয়। ১৭ মে চূড়ান্ত পরীক্ষা হতে পারে চোটের জায়গায়। রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে এরপরই অনুশীলনে ফেরার লক্ষ্যের কথা জানান ব্রাজিল অধিনায়ক।

বুধবার ফরাসি কাপের সেমি-ফাইনালে কঁকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় পিএসজি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এমেরি বলেন, “সবকিছুই নির্ভর করছে সে (নেইমার) সেখানে (চূড়ান্ত পরীক্ষায়) কেমন অনুভব করে তার ওপর।”

“যখনই সে পরীক্ষা শুরু করতে প্রস্তুত হবে, সে ফিরবে। সেটা কখন আমি জানি না। আমি জানি না। সে যখন সুস্থ হবে, ফিরবে।”

গত বছর আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে নেইমারকে দলে নেয় পিএসজি। চোটে পড়ার আগে সব ধরনের প্রতিযোগিতায় পিএসজির হয়ে ২৮টি গোল করেন এই ফরোয়ার্ড।
ট্যাগ :
নেইমারএমেরিপিএসজি