সবচেয়ে বড় সমুদ্র সেতু

এশিয়া
সবচেয়ে বড় সমুদ্র সেতু
অতি শিগগিরই চীনে চালু হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতু। ৫৫ কিমি. বা ৩৪ মাইল দীর্ঘ এই সেতু চীনের দক্ষিণে হংকং, ঝুহাই ও ম্যাকাওয়ের সঙ্গে এর মূল ভূমির সংযোগ স্থাপন করবে। সেতুটি নির্মাণে খরচ হচ্ছে ১৫.১ বিলিয়ন ডলার।

ইংরেজি বর্ণমালার ‘ওয়াই’ আকৃতির মতো দেখতে সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০০৯ সালে। সেতু নির্মাণে ৪ লাখ ২০ হাজার ২০০ টন ইস্পাত ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার বানানো সম্ভব। এতে রয়েছে সর্পিল সড়ক সেতু ও আন্ডারওয়াটার টানেল এবং এর মধ্য দিয়ে ট্রেন ও গাড়ি চলাচলের জন্য রয়েছে একটি সুড়ঙ্গ পথও। সংযুক্ত হচ্ছে হংকংয়ের লানতাউ দ্বীপ।

১২০ বছর কোনো মেরামত ছাড়া অনায়াসে ব্যবহার করা যাবে এই সেতু, যা চীনের বাণিজ্যিক ক্ষেত্রে ৬০ শতাংশ সময় বাঁচাবে। ৬.৭ কিমি এই আন্ডারওয়াটার টানেল নির্মাণ ছিল কষ্টসাধ্য। জলরোধী প্রযুক্তির মাধ্যমে ৮০ হাজার টন পাইপগুলো সংযুক্ত করাটা ছিল সবচেয়ে বেশি কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। যার অন্যতম বড় কারণ ছিল সমুদ্রের নিচে পানির তীব্র চাপ।