ক্রিকেট
আজ সাকিবদের বিপক্ষে মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ
হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। তাও শেষ ওভারে এসে। শুধু মাত্র বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে বড় ব্যবধানে হারিয়েছে তারা। আজ ৬ষ্ঠ ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে তারা। প্রতিপক্ষ সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।
চার ম্যাচের হারের কারণে সমালোচনার মুখে মুম্বাই। একাদশে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুল। বলেছেন, একাদশে বড় ধরণের পরিবর্তন আনতে হবে মুম্বাইয়ের। পাশাপাশি ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক রোহিত শর্মাকে। তবে দলে পরির্তনের আভাস পাওয়া যায়নি। শেষ ম্যাচের দলটি নিয়েই হয়ত লড়াইতে নামবে মোস্তাফিজের দল।
মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ : সূর্যকুমার যাদব, ইভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডে, হার্দিক পান্ডে, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকান্দে, জসপ্রিত বুমরাহ ও মোস্তাফিজুর রহমান।
আজ কঠিন সিদ্ধান্ত নিতে হবে মুম্বাই অধিনায়ককে
আইপিএলে এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। জিতেছে মাত্র একটিতে। প্রতিটি ম্যাচেই তারা হেরেছে শেষ ওভারে। ফলে সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। মোস্তাফিজের মতো পেসারকে সঠিকভাবে তিনি ব্যবহার করতে পারছেন না বলে সমালোচনা করেন সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খান। এবার দলের স্বার্থে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বললেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুল। বললেন, একাদশে বড় ধরণের পরিবর্তন আনতে।
ডুলের মতে, 'মুম্বাই একাদশে মোস্তাফিজুর ও ম্যাকক্লেনাঘান দু'জন বাঁ-হাতি পেসার আছে। ম্যাকক্লেনাঘানকে বাইরে রেখে জেপি ডুমিনির মত একজন অলরাউন্ডারকে সুযোগ দেয়া যেতে পারে। ফলে মুম্বাইয়েরে বোলিং ও ব্যাটিংয়ে শক্তি বাড়বে।'
এছাড়া মুম্বাইয়ে আছেন কাইরন পোলার্ড। চলতি মৌসুমে তার পারফরমেন্স তেমন ভালো নয়। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিংকে রাখার পরার্শ দেন ডুল।
পাঁচ ম্যাচের চারটিতে হেরে লিগ টেবিলের প্রায় তলানিতে অবস্থান করছে মুম্বাই। সেখান থেকে দলকে টেনে তুলতে অধিনায়ক রোহিতকে প্রধান ভূমিকা পালন করতে হবে বলে জানান এই অসি ক্রিকেটার। বলেন, একাদশে বড় পরিবর্তনের পাশাপাশি ব্যাট হাতেও সামনে থেকে রোহিতকে নেতৃত্ব দিতে হবে।
আজ সাকিব আল হাসানের দল সানরাইজর্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে মোস্তাফিজরা। দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে তারা। প্রথম দেখায় সাকিবদের কাছে ৩ উইকেটে হারে মোস্তাফিজরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।