হাউছি হামলায় মার্কিন ড্রোন ভূপাতিত

মধ্যপ্রাচ্য
হাউছি হামলায় মার্কিন ড্রোন ভূপাতিত
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে হাউছি আনসারুল্লাহ সমর্থিত বিমান প্রতিরক্ষা ইউনিট। আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক এ খবর দিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, দেশটির আনাসরুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনারা সংযুক্ত আরব আমিরাতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ডিপোতে হামলা চালিয়েছে। তায়িজ প্রদেশের বন্দরনগরী মোখায় এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের সুরক্ষা দেয়ার জন্য মোতায়েন করা ছিল।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক হামলা চালিয়ে আসছে।