অরিজিৎ সিংহের কেরিয়ারের শুরু থেকে বিয়ে! জেনে নিন ৬ অজানা তথ্য

অরিজিৎ সিংহের কেরিয়ারের শুরু থেকে বিয়ে! জেনে নিন ৬ অজানা তথ্য


অরিজিৎ সিংহের ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু এখনও কিছু অজানা তথ্য রয়েছে এই গায়ক হার্টথ্রবের ব্যাপারে।

বৃহস্পতিবার ৩০ বছর পূর্ণ করলেন অরিজিৎ সিংহ। ১৮ বছর বয়সে প্রথম একটি টেলিভিশন রিয়্যালিটি শো-তে প্রথম আত্মপ্রকাশ। তখন থেকেই সবাই মুগ্ধ হয়েছিলেন তাঁর গানে। তার পরে বলিউডে পা রাখেন তিনি। ২০১২ সালে ‘আশিকি ২’ ছবিতে গান গাওয়ার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি অরিজিৎ সিংহকে।

অরিজিৎ সিংহের ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু এখনও কিছু অজানা তথ্য রয়েছে এই গায়কের ব্যাপারে। দেখে নিন এগুলো আপনি জানতেন কি না—

• একটি মিউজিক-শোয়ের সহ-প্রতিযোগী কোয়েল সিংহকে  ২০১৩ সালে বিয়ে করেন অরিজিৎ সিংহ। কিন্তু প্রথম বিয়ে খুব কম দিনের জন্য স্থায়ী হয়। সেই বছরেই ডিভোর্স হয়ে যায় তাঁদের। এই কোয়েল সিংহের সঙ্গে অরিজিৎ-এর একটিও ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় না। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।

• এর পরে ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে ২০১৪ সালে বিয়ে করেন অরিজিৎ। কোয়েলও তখন ডিভোর্সি ছিলেন।

• প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সালের ২০ জানুয়ারি তারাপীঠে বাঙালি রীতি মেনে বিয়ে হয় তাঁদের।

• এই সময়ে কোয়েলের এক মেয়েও ছিল।

• বিয়ের বেশ কিছুদিন পরে মিডিয়ার কাছে এই খবর জানান অরিজিৎ।

• ব্যক্তিগত জীবনকে পেশা থেকে দূরে রাখতে পছন্দ করেন তিনি।