আইপিএল-এর সময়েই ভারতে ওয়ার্নার, ঘোষণা করলেন নিজেই

আইপিএল-এর সময়েই ভারতে ওয়ার্নার, ঘোষণা করলেন নিজেই
বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত ওয়ার্নার আপাতত এক বছরের জন্য নির্বাসিত। আইপিএল-এও খেলতে দেখা যাবে না তাঁকে।
এক বছর ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত। আইপিএল-এও থাকছেন না ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স ভক্তদের কাছে নিঃসন্দেহে দুঃখের বিষয় ক্যাপ্টেনের অনুপস্থিতি। তবে আইপিএল-এ নিজের দলকে সমর্থন করতে ভারতে আসছেন ডেভিড ওয়ার্নার। অন্তত, তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন।

দু’বছর আগের ২০১৬ আইপিএল মরশুমে নিজেদের পারফরম্যান্স রিপিট করতে মুখিয়ে রয়েছেন হায়দরাবাদ ক্রিকেটাররা। প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। তবে ঠিক শুরুর আগেই দুঃসংবাদ ভেসে এসেছিল ওয়ার্নারের শাস্তিতে। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া হায়দরাবাদিরা।


তবে আইপিএল থেকে নির্বাসিত হয়ে ওয়ার্নারও সম্ভবত নিজের দলকে মিস করছেন। নিজেদের দলের জার্সি উন্মোচনের অনুষ্ঠান ইনস্টাগ্রামে লাইভ করার ব্যবস্থা করেছিল হায়দরাবাদ। সেই অনুষ্ঠান ফলো করছিলেন অজি সুপারস্টার ক্রিকেটারও।

কী করে বোঝা গেল? ইনস্টাগ্রামে লাইভ পোস্টের নিচে কমেন্টও করছিলেন ওয়ার্নার। সেটিই নজরে পড়ে যায় সানরাইজার্সের অন্যতম তারকা বিপুল শর্মার। তারপর দু’জনকেই প্রকাশ্যে চ্যাট করতে দেখা যায়। সেই চ্যাটেই ওয়ার্নার জানান, তিনি খুব তাড়াতাড়িই ভারতে আসছেন হায়দরাবাদকে সমর্থন করার জন্য। গ্যালারিতে বসে কিছু আইপিএল ম্যাচ দেখারও পরিকল্পনা রয়েছে তাঁর। বিপুলের সঙ্গে করা চ্যাটে ওয়ার্নার লেখেন, ‘‘খুব তাড়াতাড়ি আমাকে দেখতে পাবে। আমি যাচ্ছি।’’