রবিবারে কোহলিদের বিরুদ্ধে নামার আগে নাইটদের নতুন অস্ত্র! পারবে কি সামলাতে আরসিবি
এবারের শুরুতে কম ঝক্কি পোহাতে হয়নি কেকেআর-কে।
মিচেল স্টার্ক ছিটকে গিয়েছেন। ক্রিস লিন চোট পেয়ে সমর্থকদের হৃৎকম্পন বাড়িয়ে দিয়েছিলেন। প্রাথমিক ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিয়েছে নাইটরা।
নতুন মরশুমে নতুন কেকেআর। থিম সং নতুন। ক্যাপ্টেনও নতুন। নতুন দল। সমর্থকদের প্রত্যাশাও অনেক।
সবার আশা পূরণ করতে রবিবারই ইডেন গার্ডেন্সে নেমে পড়ছে কলকাতা নাইটরাইডার্স। নাইটদের সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কতটা তৈরি এবারের কেকেআর, তা প্রমাণ হয়ে যাবে রবিবারই।
রবিবাসরীয় সন্ধ্যায় উঠবে ক্রিকেটীয় ঝড়। সেই সঙ্গে দীনেশ কার্তিকের দলকে তাতাতে ইডেনে শোনা যাবে নাইটদের নতুন থিম সং— ‘কেকেআর হ্যায় তৈয়ার’।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন থিম সং। লাইকের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কমেন্টও।
এবারের আইপিএল-এ নাইটরা এখনও মাঠে না নামলেও, তাদের হয়ে মাঠে আগেই নেমে পড়েছেন দলের মালিক শাহরুখ খান। অতীতে কেকেআর-এর ‘করব, লড়ব, জিতব রে’ থিম সং সাড়া ফেলেছিল কলকাতায়। এবারের থিম সং ‘কেকেআর হ্যায় তৈয়ার’ সবার মন কেড়ে নেবে, এই ব্যাপারে সবাই আশাবাদী।
এবারের শুরুতে কম ঝক্কি পোহাতে হয়নি কেকেআর-কে। মিচেল স্টার্ক ছিটকে গিয়েছেন। ক্রিস লিন চোট পেয়ে সমর্থকদের হৃৎকম্পন বাড়িয়ে দিয়েছিলেন। প্রাথমিক ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিয়েছে নাইটরা। মাঠে নেমে কী করে কেকেআর, সেটাই এখন দেখার।