ক্রিকেট
আর কখনো দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত
ভারত অধিনায়ক বিরাট কোহলি
দিবা-রাত্রি টেস্টে সব ধরনের প্রতিশ্রুতি ও দর্শন বাতিল করে দিয়ে এই ধরনের কোনো টেস্ট কখনই আর না খেলার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডে অনুষ্ঠিতব্য চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি দিবা-রাত্রির হওয়ায় সেটি আর খেলছে না ভারত।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে চলতি বছরের শেষে এডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের সাথে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু বিসিসিআই ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এই ধরনের টেস্ট ম্যাচের কোনো ভবিষ্যত নেই বলেই বিসিসিআই দিবা-রাত্রির কোন ম্যাচ আর খেলতে চাচ্ছে না বলে সূত্রটি জানিয়েছে।
২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের পরে আইসিসি টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু সেখানে চারদিনের টেস্ট, গোলাপী বল কিংবা দিবা-রাত্রির কোনো টেস্ট অন্তর্ভূক্ত করা হয়নি। সে কারণেই সূত্রটি জানিয়েছে, আইসিসি যদি পুরো বিষয়টি অবহেলা করতে পারে তবে বিসিসিআই কেন এই ধরনের টেস্টে অংশ নিবে। একইসাথে আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করার থেকেও পিছিয়ে এসেছে ভারত।
বিসিসিআই ট্যুর এন্ড ফিকশ্চার কমিটি অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি রাজকোটে কৃত্রিম আলোতে আয়োজন করতে চেয়েছিল। বিশেষ করে এই ধরনের টেস্টের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য খেলোয়াড়দের অনুরোধেই গোলাপী বলে টেস্ট খেলার পরিকল্পনা করে বিসিসিআই। প্রথমদিকে সংশ্লিষ্টরা এ ব্যাপারে চিন্তা করলেও পরবর্তীতে তা বাতিল করা হয়। ভবিষ্যতে এ ধরনের কোনো টেস্ট ম্যাচে যেহেতু ভারত আর অংশ নিবে না সে কারণে দিবা-রাত্রির টেস্ট আয়োজনেরও কোনো কারণ নেই।
আইপিএলের ত্রাতা ক্রিস গেইল!
দুইবার অবিক্রীত থেকে যাওয়ার ক্ষোভ মেটাতে ব্যস্ত ক্যারিবীয় সাইক্লোন খ্যাত ক্রিস গেইল। বয়স বেড়েছে; কিন্তু ২০ ওভারের ফরম্যাটের সবচেয়ে বিংধ্বসী ব্যাটসম্যানের ধার মোটেও কমেনি। নিলামের বিকিকিনির থার্ড টাইম লাকি গেইলেই তোলপাড় ক্লাব ক্রিকেটের সবচেয়ে জমকালো ও বিত্তশালী টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার (টি-২০) লিগের ১১তম আসর। টানা দুই ম্যাচে কিংস ইলেভেনের জয়ে নেতৃত্ব প্রদানে চলমান আসরের হট কেকের আসনে গেইল। ক্যারিয়ারের দারুণ সময়ে ভুলে যাননি টুর্নামেন্টে তার উপস্থিতির পেছনে একক অবদান রাখা বীরেন্দ্র শেওয়াগকে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দারবাদের বিপক্ষে টি-২০ ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরির পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ওপেনারের প্রতি। ক্ষোভও ঝেড়েছেন বয়স বেড়ে যাওয়ায় অজুহাতে অবজ্ঞাকারী দলগুলোর ওপর। নিজেকে দাবি করেছেন আইপিএলের ১১তম আসরের রক্ষাকর্তা হিসেবে।
চলমান আইপিএলের সূচনায় শ্রেষ্ঠ বোলিং কম্বিনেশন খ্যাতি দখলে নেয়া সানরাইজার্সের বোলিং ইউনিটকে পাড়ার রাস্তার কাতারে নামিয়ে আনেন গেইল। তার বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বেলিত স্থানীয় দর্শকে টাইটুম্বুর চন্ডিগড় স্টেডিয়াম। ৬৩ বলে ১১টি ছক্কা ও ১ বাউন্ডারিতে গেইলের অপরাজিত ১০৪ রানের ইনিংসে চূড়ান্ত হয়েছে দল দু’টির মধ্যকার লড়াইয়ের ভাগ্য। ম্যাচ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে যাযাবর ক্রিকেটার খ্যাত উইন্ডিজ তারকা আইপিএল নিলামে অভিজ্ঞতা উপেক্ষিত হওয়ার ক্ষোভ মিটিয়ে নেন।
গেইল বলেন, ‘আমি কখনো আত্মবিশ্বাসের সঙ্কটে ভুগিনি। অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছে। প্রথম দুই দফায় অবিক্রীত থাকায় কেউ বলেছে ক্রিসকে সামর্থ্যরে প্রমাণ দিতে হবে। অনেকে আগ বাড়িয়ে আমার টি-২০ ক্যারিয়ারের ইতিও টেনে দিয়েছেন। তবে আমি বলছি বীরেন্দ্র শেওয়াগ আইপিএলকে রক্ষা করেছে আমাকে দলে নিয়ে! অনেকের দাবি বুড়িয়ে গেছি; কিন্তু আশা করছি ওই বিষয়টি আর কেউই মুখে আনবে না। ২১তম সেঞ্চুরির পর আমার প্রমাণ দেয়ার কিছুই অবশিষ্ট নেই। সবার উচিত নামটির প্রতি চিরকালীন সম্মান প্রদর্শন।’
গত ফেব্রুয়ারির নিলামে কিংস ইলেভেন্স পাঞ্জাবের ক্রিকেটার বেছে নেয়ার দলে ছিলেন বীরেন্দ্র শেওয়াগ। ক্যারিয়ারে মারকুটে ব্যাটসম্যান হিসেবে ভারতের সাবেক ওপেনার ঝুঁকি গ্রহণে দ্বিতীয়বার চিন্তা করেননি গেইলকে দলভুক্তির সুযোগ পেয়ে। তার ত্বরিত ওই সিদ্ধান্তের সুফল উপভোগেই এখন ব্যস্ত বলিউডি লাস্যময়ী অভিনেত্রী প্রীতি জিনতার কিংস ইলেভেন্স পাঞ্জাব। দলটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিস গেইলের কাঁদে ভর দিয়ে টানা দ্বিতীয় জয়োৎসবে।