শেষ দিকের দাপটে আর্সেনালের জয়
নিচের দিকের দল স্টোক সিটি ভালোভাবেই আটকে রেখেছিল আর্সেনালকে। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে দারুণ খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে জয় পেয়েছে আর্সেন ভেঙ্গারের দল।
রোববার নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে রোববার ম্যাচের শুরুর দিকে লিগে অষ্টাদশ স্থানে থাকা স্টোকের ওপর আধিপত্য বিস্তার করতে পারছিল না আর্সেনাল। বলের নিয়ন্ত্রণ সমান-সমান থাকলেও আক্রমণে স্বাগতিকরা ছিল পিছিয়ে। ধীরে ধীরে গুছিয়ে ওঠা গানাররা প্রথম বলার মতো আক্রমণ করে ২৩তম মিনিটে। কিন্তু অ্যারন র্যামজির শট ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় সমর্থকদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া আর্সেনাল প্রতিপক্ষের রক্ষণে চাপ দিতে থাকে। ৫৬তম মিনিটে মেসুত ওজিলের বাড়ানো বলে ড্যানি ওয়েলব্যাকের ভলি লক্ষ্যে থাকেনি। একটু পর নাচো মনরিয়েলের প্রচেষ্টাও খুঁজে পায়নি ঠিকানা।
৭১তম মিনিটে আগুয়ান গোলরক্ষকের গায়ে মেরে গোলের সুযোগ নষ্ট করেন পিয়েরে এমেরিক আউবামেয়াং। এরপর সতীর্থের কর্নারের পর একজনের মাথা হয়ে ঘুরে আসার পর কালাম চেম্বার পা ছোঁয়ালেও লাভ হয়নি।
অবশেষে ৭৫তম মিনিটে স্পট কিক থেকে আর্সেনালকে কাঙ্ক্ষিত গোল এনে দেন আউবামেয়াং। ডি-বক্সের মধ্যে ওজিল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৮৬তম মিনিটে কর্নার থেকে ডি-বক্সের ভেতর থেকে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাবনের এই ফরোয়ার্ড।
৮৯তম মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে স্টোকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলেকসঁদ লাকাজেত। ফরাসি এই ফরোয়ার্ডই ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল আর্সেনাল।
৩১ ম্যাচে ১৫ জয় ও ছয় ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থানে আছে ভেঙ্গারের দল।
৮৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের খুব কাছে আছে পেপ গুয়ার্দিওলার সিটি। ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।
ট্যাগ :
ইংলিশ ফুটবলইপিএলআর্সেনাল