ক্রিকেট
বিশ্বকাপ : ভারত-পাকিস্তান ম্যাচ কবে?
আগামী বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ম্যাচটি প্রথমে ২ জুন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৫ জুন করতে হচ্ছে আইসিসিকে। কারণ, লোধা কমিটির প্রস্তাবে বলা হয়েছিল আইপিএলের সাথে আন্তর্জাতিক ম্যাচের ফারাক কমপক্ষে ১৫ দিন রাখতে হবে।
২০১৯ বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। ৩০ মে থেকে ১৪ জুলাই প্রতিযোগিতা চলবে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘২০১৯ আইপিএল হবে ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। ১৫ দিনের বিরতির পর বিশ্বকাপে অংশ নিতে পারবে ভারতীয় দল। যদিও বিশ্বকাপ শুরু হয়ে যাবে ৩০ মে। যেহেতু ১৫ দিনের বিরতি রাখতে হবে, তাই ভারতীয় দল ৪ জুনের আগে বিশ্বকাপে অংশ নিতে পারবে না। আগে বলা হয়েছিল ২ জুন ভারত প্রথম ম্যাচ খেলবে। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, ওই তারিখে খেলা সম্ভব হবে না। আমাদের প্রস্তাব ছিল ৪ জুন। সিইসি সেই প্রস্তাব মেনে নিয়েছে। তারা আইসিসি’কে জানিয়েও দিয়েছে। আমরা প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলব।’
অতীতে দেখা গেছে আইসিসি’র অধিকাংশ টুর্নামেন্ট শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। কারণ এই ম্যাচে দর্শকদের আগ্রহ থাকে বেশি। ২০১৫ বিশ্বকাপ শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই সূচি ছিল। ২০১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ১৬ জুন।
বোর্ডের ওই কর্মকর্তা জানান, ‘এই প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হচ্ছে না। ১৯৯২ সালের ফরম্যাটে এবার বিশ্বকাপ হবে। ১০টি দল একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে।’
বোর্ডের ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, ‘২০১৯-২৩ এই পাঁচ বছরে ভারতীয় দলের ফিউচার ট্যুর প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। টিম ইন্ডিয়া পাঁচ বছরে মোট ৩০৯ দিন খেলবে। গতবারের তুলনায় ৯২ দিন কমানো হয়েছে। তবে হোম সিরিজে টেস্ট ম্যাচের সংখ্যা বাড়িয়ে ১৫ থেকে ১৯টি করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সংখ্যাটা বেড়েছে।’
আসন্ন মৌসুমে ভারত কোনো দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে না বলে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন।
ভিসা হয়নি আমিরের, বিপদে পাকিস্তান
ভিসা না পাওয়ায় পেসার মোহাম্মদ আমিরকে ছাড়াই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে সোমবার সকালে দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভিসা পেতে দেরী হওয়ায় দলের সঙ্গে দেশ ছাড়তে পারেননি আমির। তবে এ সপ্তাহেই দলের গুরুত্বপূর্ণ এ সদস্য ভিসা পেয়ে যাবেন বলে আশাবাদি পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।
ভিসা পেলে আগামী বুধবার তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন। তবে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- দলের সঙ্গে নয়, দীর্ঘ দিনের ভিসা চেয়ে আমির ব্যক্তিগতভাবে আবেদন করেছেন।
তবে বিষয়টি অস্বীকার করে পিসিবি’র এক মুখপাত্র ইএসপিএনকে জানিয়েছেন, ‘তিনি দলের সঙ্গে যাননি। কেননা আমরা এখনো তার ভিসার জন্য অপেক্ষা করছি। তার ভিসা এখনো অপেক্ষামান আছে এবং আমরা আশা করছি বুধবার পেলে সেদিনই তিনি লন্ডন রওনা হবেন।’
অবশ্য ইংল্যান্ডের ভিসা পেতে দেরি হওয়াটা আমিরের জন্য অস্বাভাবিক কিছু নয়। স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে তাকে যুক্তরাজ্যে কিছু দিন জেল ঘাটতে হয়েছিল। ২০১৬ সালে পাকিস্তান দলের সর্বশেষ ইংল্যান্ড সফরেও ভিসা পেতে একই সমস্যা পড়তে হয়েছিল আমিরকে। তার ভিসা পেতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সহায়তা চেয়েছে পিসিবি। ২০১৪ সালে যুক্তরাজ্যের ভিসা পেতে ব্যক্তিগতভাবে আবেদন করেছিলেন আমির। তবে তা প্রত্যাখ্যাত হয়েছে। (২৩ এপ্রিল প্রকাশিত সংবাদ)