আজও কি অসুস্থ মেসিকে মাঠে নামাবে বার্সেলোনা?

ফুটবল
আজও কি অসুস্থ মেসিকে মাঠে নামাবে বার্সেলোনা?
হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন লিওনেল মেসি। এরপরও বার্সেলোনার হয়ে খেলে যাচ্ছেন একের পর এক ম্যাচ। জিতিয়ে যাচ্ছেন দলকে। এখন প্রশ্ন উঠেছে, বার্সেলোনা কেন অসুস্থ মেসিকে দিয়ে এতো ম্যাচ খেলাচ্ছেন? অথচ আর্জেন্টিনা ফিফা ফ্রেন্ডলির দুটি ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছে। রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচ আজ। ম্যাচটি বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতলে এগারবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে যাবে স্প্যানিশ জায়েন্টরা। তাহলে কি মেসিকে আজও মাঠে নামাবে বার্সা?

এ ব্যাপারে বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভার্দে এখনো স্পষ্ট করে কিছু বলেননি। তবে শনিবার লেগানেসের বিপক্ষে মাঠে নামার আগে বলেছিলেন, এই ব্যাপারে মেসির সাথে কথা বলবেন।

ক্যাম্প ন্যু'তে লা লিগার দ্বিতীয় ম্যাচে লেগানেসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। একাই জিতিয়েছেন দলকে। এর আগে সেভিয়ার বিপক্ষে দলের বেহাল অবস্থা দেখে বদলি বেঞ্চে থেকে মাঠে নামান কোচ আর্নেস্টো ভালভার্দে। কাজও হয়েছে। মেসি মাঠে নামতেই পুরো দল আত্মবিশ্বাস ফিরে পায়। ম্যাচ শেষের মাত্র দুই মিনিট আগে লুইস সুয়ারেজ প্রথম গোল করে। পরের মুহূর্তেই পায়ের জাদু দেখান মেসি। ফিলিপ কুতিনহোর সহায়তায় আর্জেন্টাইন এই তারকা দুর পাল্লার শটে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ড্র করে বার্সেলোনা। এরপর রোমার বিপক্ষে পুরো ম্যাচেও ছিলেন মেসি।

ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে, বার্সেলোনাকে জিততে হলে মেসিকে মাঠে নামতেই হবে। কিন্তু শনিবার তাকে মাঠে নামতে দেখেই ক্ষুদ্ধ হয় বার্সাভক্তরা। প্রশ্ন তুলেন, কেন অসুস্থ মেসিকে দিয়েই বার বার খেলানো হচ্ছে? কেন তাকে বিশ্রাম দিচ্ছে না বার্সোলোনা?

অন্যদিকে আর্জেন্টিনা কিন্তু ইনজুরির কারণে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসিকে নামায়নি। ইতালির বিপক্ষে ম্যাচে ২-০ তে সহজেই জিতেছে তারা। পরের ম্যাচ ছিল ইতালির বিপক্ষে। সেই ম্যাচে মেসির মাঠে নামার ইঙ্গিত দিয়েছিলেন কোচ স্যামপাওলি। সংবাদ সম্মেলনে বলেছিলেন, 'শেষ দুই দিন ধরে দলের সাথে প্রস্ততি সেরেছেন মেসি। ফলে স্পেনের বিরুদ্ধে লড়াইয়ে অধিনায়ক হিসেবে তার হাতেই আর্মব্যান্ড থাকতে চলেছে।'

কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় স্পেনের বিপক্ষে মাঠে নামানো হয়নি মেসিকে। ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। মেসি দর্শক হয়ে শুধু দেখেছেন।

আজকের ম্যাচের খেলা নিয়ে শুক্রবার বার্সেলোনা কোচ বলেন, 'মেসি রোমার বিপক্ষে পুরো ম্যাচে খেলেছেন। আর সেভিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্থে। তার কিছু সমস্যা রয়েছে। তাই দেশের হয়ে খেলছেন না। তবে তিনি সব সময় খেলতে চান। কারণ সে সেরা খেলোয়াড়। কিন্তু আমরা তার সাথে এই ব্যাপারে কথা বলব।'

তবে মেসি আজ নামবে কিনা সেটা ম্যাচের আগেই বোঝা যাবে। সেটা কোচই জানিয়ে দিবেন।

 আজ বাঁচা-মরার লড়াইয়ে বার্সা

রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে আজ  মাঠে নামছে বার্সেলোনা। এর আগে ক্যাম্প ন্যুতে ৪-১ গোলে জিতে লিড নেয় মেসিরা। আজকের ম্যাচ জিতলে ১১ বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। অন্যদিকে একটি অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ঘরের মাঠে ম্যাচ শুরু করবে ইতালির ক্লাব রোমা।

মেসিদের হারিয়ে অঘটন ঘটাতে পারলে ১৯৮৩-৮৪ মৌসুমের পর প্রথমাবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে খেলার সুযোগ পাবে রোমা। প্রথম লেগে মেসিদের ঘরের মাঠে দুটি আত্মঘাতী গোলে ম্যাচ খুইয়েছিল ইতালিয়ান জায়েন্টরা। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তাই নিজেদের হোম ম্যাচে অঘটন ঘটাতে মরিয়া ডেরোসি-মানোলাসরা।

অন্যদিকে চলতি মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে অ্যাওয়ে ম্যাচের রেকর্ড ভালো নয় বার্সার। শেষ তিন অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে বার্সা। প্রতিপক্ষ রোমা আবার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে এখনও পর্যন্ত অপারাজিত রয়েছে। এই পরিসংখ্যানই ভাবাচ্ছে বার্সা কোচকে। রোমার বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে তাই সাবধানী মেসিদের কোচ ভালভার্দে।