কেকেআর-চেন্নাই ম্যাচে মাঠের সবুজ ঘাসে সাপ! কার্তিক-ধোনিরা কী নিরাপদ

কেকেআর-চেন্নাই ম্যাচে মাঠের সবুজ ঘাসে সাপ! কার্তিক-ধোনিরা কী নিরাপদ
কেকেআর-চেন্নাই সুপার কিংস ম্যাচে মাঠে ছেড়ে দেওয়া হবে সাপ। বিপন্ন ক্রিকেট! ধোনি-কার্তিকরাই কি নিরাপদে!

নির্বাসন কাটিয়ে চিপকে আজ প্রথম খেলতে নামছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের সামনে কলকাতা নাইট রাইডার্স। মাঠে বল গড়ানোর আগে বিপদে চেন্নাই। কেদার যাদব ছিটকে গিয়েছেন চোটের জন্য। তার থেকেও বড় সংঙ্কট অপেক্ষা করে রয়েছে চেন্নাই সুপার কিংসের জন্য। 

রাত আটটায় বল গড়ালে চিপকের সবুজ ঘাসে ছেড়ে দেওয়া হবে সাপ। এমনই হুমকি দিয়ে রেখেছেন রাজনৈতিক দল টিভিকে-র নেতা বেলমুরুগান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তেমনটাই জানিয়েছে।

চেন্নাই জুড়ে আইপিএল বিরোধিতার ধুঁয়ো তুলেছে একাধিক রাজনৈতিক দলগুলো। ঘটনা হল, দীর্ঘদিন ধরেই তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলো কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড তৈরির দাবি তুলে আসছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই দাবিতে কর্ণপাতই করেনি কেন্দ্র। টিভিকে নেতা বেলমুরুগানের বক্তব্য, তামিলদের জীবনযাত্রা এবং অস্তিত্বকে স্বীকৃতিই দিতে চায় না কেন্দ্র সরকার।

এর প্রতিবাদেই রাজ্য জুড়ে আইপিএল-এর বিরোধিতা করছে রাজনৈতিক দলগুলো। তাদের প্রতিবাদে নড়েচড়ে বসেছে রাজ্য সরকারও। পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। চিপক স্টেডিয়ামের বাইরেও পুলিশে পুলিশে ছয়লাপ। এর মধ্যেই বেলমুরুগানের হুমকি, চিপকে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইটরাইডার্সের খেলা শুরু হলেই ছেড়ে দেওয়া হবে সাপ। যদি তাঁর সেই হুমকি সত্যি প্রমাণিত হয়, তাহলে তা বিপজ্জনক হবে দুই দলের তারকা ক্রিকেটারদের জন্য। সেই কারণেই নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে তামিল নাড়ু সরকার। এখন দেখার চিপকের সবুজ ঘাসে সাপ ঘুরে বেড়ায় কি না!