শ্রীঘরে সলমন, চোখে ‘জল’ পাকিস্তানি বন্ধুর, জানালেন দুঃখের কথা
জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়ের পরে এবার সেই তালিকায় যুক্ত হল আর একজনের নাম।
৫২ বছরের তারকা মুক্তির আশাবাদী বলেই জানান শোয়েব। ছবি: ফোটোকর্প।
সলমন খানের শাস্তি নিয়ে এখনও রীতিমতো সরব সোশ্যাল মিডিয়া। বলিউড তারকার শাস্তিকে সমর্থন যেমন করছেন অনেকেই, তেমনই সল্লু মিঁয়ার পাশেও দাঁড়াচ্ছেন অনেকে। জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়ের পরে এবার সেই তালিকায় যুক্ত হল ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’-এর নাম। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার জানিয়ে দিলেন, ‘বন্ধু’ সলমনের জেলযাত্রার খবরে অত্যন্ত ব্যথিত তিনি।
নিজের টুইটার হ্যান্ডলে শোয়েব জানিয়েছেন— ভারতের বিচার ব্যবস্থার উপরে তাঁর পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তবু শাস্তির বিষয়টি সলমনের জন্য কঠিন হয়ে গেল বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি যে সলমনের পরিবার ও তাঁর ভক্তদের পাশে রয়েছেন তাও জানিয়েছেন তিনি। ৫২ বছরের তারকা যে শীঘ্রই মুক্ত হবেন, সে ব্যাপারে তিনি আশাবাদী বলেই জানান শোয়েব।
এদিকে সলমন খানের জামিনের আবেদন মামলার শুনানি শনিবার পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে। শুক্রবার রাতটাও তাই ভাইজানকে কাটাতে হবে জোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর ব্যারাকেই। আপাতত আগামীকালের দিকেই তাকিয়ে সলমন ও তাঁর আত্মীয়-বন্ধুরা।