নিউজিল্যান্ড ক্রিকেটের বার্ষিক পুরস্কারের সবচেয়ে বড় পুরস্কারটি জয় করেছেন ট্রেন্ট বোল্ট।
২০১৮ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে মর্যাদাকর স্যার রিচার্ড হ্যাডলি পদকটি জিতে নিয়েছেন এই পেসার।
পুরস্কারের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বোল্ট সব ধরনের ফর্মেটে ৭৭টি উইকেট দখল করেছেন। একইসাথে এই সময়ের মধ্যে তিনি ষষ্ঠ কিউই বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। এ ছাড়াও ওয়ানডেতে দ্রুততম শততম উইকেট দখলের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছেন।
বোল্ট ছাড়াও বর্ষসেরা ওয়ানডে ও টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন যথাক্রমে ব্যাটসম্যান রস টেইলর ও কলিন মুনরো। ওয়ানডেতে ৭৮ ও টি-২০তে ৫৭ গড়ে সেরার পুরস্কার জিতেছেন টেইলর ও মুনরো।
বর্ষসেরা নারী ওয়ানডে ও টি-২০ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জাতীয় দলের সহ-অধিনায়ক সোফি ডিভাইন। ব্যাট হাতে সোফির ওয়ানডে গড় ৫৫ ও টি-২০তে ৩১। এ ছাড়াও দুই ধরনের ফর্মেটে তিনি ১৫টি উইকেটও দখল করেছেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের পুরস্কার রেডপ্যাথ কাপ জিতেছেন টেইলর। এই বিভাগে সেরা বোলার হিসেবে উইনসন কাপ জিতেছেন নিল ওয়াগনার।