সাম্পাওলি আমাকে ঠকিয়েছে: ম্যারাডোনা
আর্জেন্টিনার বর্তমান কোচ হোর্হে সাম্পাওলির একহাত নিয়েছেন ফুটবল লিজেন্ড ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য সাম্পাওলি ম্যারাডোনার সঙ্গে দোস্তি করেছেন। কিন্তু যেই দরকার শেষ হয়ে গেছে সেই সাম্পাওলি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ককে ভুলে গেছে বলে অভিযোগ ম্যারাডোনার।
সেভিয়ার সাবেক কোচ সাম্পাওলি আর্জেন্টিনাকে খাদের কিনারা থেকে সরাসরি বিশ্বকাপে নিয়ে গেছে। অথচ ম্যারাডোনা মনে করেন, সাম্পাওলি কোচিং পেশাটার সম্মান নষ্ট করছেন।
ম্যারাডোনা বলেন, 'সাম্পাওলি খেলোয়াড়দের কাছে বর্ণনা করেন যে ফুটবল একটি গোল বলের খেলা। আমার মনে হয় এটাই তার কোচিং পদ্ধতির বড় ভুল। আমরা যারা একসঙ্গে ফুটবল খেলেছি সাম্পাওলিকে কখনো গোল করতে দেখিনি। অথবা তিনি গোল করেছেন বলেও কারো মুখে শুনিওনি। সুতরাং আমরা আর্জেন্টিনা দলের হয়ে যা করেছি সাম্পাওলির উচিত তার প্রতি সম্মান জানানো।'
এতো গেলো পরের কথা। কিন্তু ম্যারাডোনা ক্ষেপেছেন কেন! ম্যারাডোনার ভাষায়, 'তিনি আমাকে ঠকিয়েছেন।' আর্জেন্টিনা দেল পোর্তোর দারুণ পারফর্মে ডেভিস কাপ জিতলে সাম্পাওলি ম্যারাডোনাকে সেভিয়ায় আমন্ত্রন জানিয়েছিল। কিন্তু সাম্পাওলি সে কথা রাখেননি বলে জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই সাবেক ফুটবলার।
ম্যারাডোনা বলেন, 'ডেভিড কাপ জেতার পর তিনি আমাকে সেভিয়ার ডাকবেন বলে জানিয়েছিলেন। আমি তার সঙ্গে ফুটবল নিয়ে আলাপ করবো কথা দিয়েছিলাম। কিন্তু এখন মানুষটি অন্যরকম ভাবছেন। চলার পথে কাঁটা ছড়াচ্ছেন। তিনি আমার সঙ্গে এখন আর কথা বলেননা। জাতীয় দলের খেলোয়াড়দের মন:পুষ্ট হয়ে থাকতে চান।'