ক্লাব কাপ হকিতে ভিক্টোরিয়া, সোনালী ব্যাংকের জয়
বাংলাদেশ পুলিশকে উড়িয়ে দিয়ে খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকিতে শুভসূচনা করেছে সোনালী ব্যাংক এসসি। হার দিয়ে শুরুর পর প্রথম জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবও।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ম্যাচে রিপন কুমার ঘোষ ও রাকিবের গোলে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে হারায় ভিক্টোরিয়া। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেরিনার ইয়াংসের কাছে ৮-০ গোলে উড়ে গিয়েছিল তারা।
দ্বিতীয় ম্যাচে দ্বিন ইসলাম ইমনের হ্যাটট্রিকে পুলিশকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে সোনালী ব্যাংক। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে ৭-১ গোলে হেরে আসা পুলিশ এবার সোনালী ব্যাংকের কাছে হেরেছে ১০-১ ব্যবধানে।
সোনালী ব্যাংকের জয়ে ইমন তিনটি, তানজিম আহমেদ ও ফজলে হোসেন দুটি করে গোল করেন। ইরফানুল হক, রাজিব দাস ও প্রসেনজিৎ রায় বাকি তিন গোলদাতা।