ফেসবুক লাইভে কী জানালেন জিৎ?
এবার অন্যরক এক লুকে দেখা যাবে ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জিতকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
‘সুলতান দ্য সেভিয়ার’ চলচ্চিত্র ঘিরেই এসব পরিকল্পনা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তার জিতের নয়া লুকের প্রস্তুতি৷
জিৎ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷
রাজা চন্দ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পাবে চলতি বছরেই বলে কলকাতা টোয়েন্টিফর ডটকম জানিয়েছে।
ফেসবুক লাইভে জিৎ জানান, যদিও এই নিউ অবতারে যে তাকে সম্পূর্ণ চলচ্চিত্রে দেখা যাবে তা কিন্তু নয়৷ সিনেমার প্রায় অর্ধেকেরও বেশি সময়টা তাকে স্বাভাবিক লুকেই দেখা যাবে৷ ফ্ল্যাশব্যাকের বেশ কিছু দৃশ্যে জিৎকে দেখা যাবে এই নয়া লুকে৷
তবে যদিও লুক সম্পর্কে এখনই বিস্তারিত কিছুই তিনি জানাননি৷ তবে খুব শিগগিরই তা প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছেন জিৎ।
অভিনেতা জানান, চলতি সপ্তাহের রোববার তার বহু প্রতিক্ষীত 'সুলতান' এর টিজার পোস্টার প্রকাশ করবে৷ এর ফলে সেখানেই দেখা যাবে তার এই নয়া অবতারের প্রথম ঝলক৷
এবার অন্যরক এক লুকে দেখা যাবে ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জিতকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
‘সুলতান দ্য সেভিয়ার’ চলচ্চিত্র ঘিরেই এসব পরিকল্পনা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তার জিতের নয়া লুকের প্রস্তুতি৷
জিৎ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷
রাজা চন্দ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পাবে চলতি বছরেই বলে কলকাতা টোয়েন্টিফর ডটকম জানিয়েছে।
ফেসবুক লাইভে জিৎ জানান, যদিও এই নিউ অবতারে যে তাকে সম্পূর্ণ চলচ্চিত্রে দেখা যাবে তা কিন্তু নয়৷ সিনেমার প্রায় অর্ধেকেরও বেশি সময়টা তাকে স্বাভাবিক লুকেই দেখা যাবে৷ ফ্ল্যাশব্যাকের বেশ কিছু দৃশ্যে জিৎকে দেখা যাবে এই নয়া লুকে৷
তবে যদিও লুক সম্পর্কে এখনই বিস্তারিত কিছুই তিনি জানাননি৷ তবে খুব শিগগিরই তা প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছেন জিৎ।
অভিনেতা জানান, চলতি সপ্তাহের রোববার তার বহু প্রতিক্ষীত 'সুলতান' এর টিজার পোস্টার প্রকাশ করবে৷ এর ফলে সেখানেই দেখা যাবে তার এই নয়া অবতারের প্রথম ঝলক৷