আইএসএল-এ এবার দেখা যেতে পারে স্পেনের দুই প্রবীণ ও নবীন কোচকে

আইএসএল-এ এবার দেখা যেতে পারে স্পেনের দুই প্রবীণ ও নবীন কোচকে
ভারতীয় ফুটবলে স্প্যানিশ কোচের কদর কম নয়। টুর্নামেন্টের অন্যতম সেরা দল এটিকে। সেই এটিকে দু’বারই চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচের হাত ধরে— হোসে মোলিনা ও অ্যান্তোনিও লোপেজ হাবাস।

জোড়া স্প্যানিশ কোচকে আসন্ন মরশুমে আইএসএল-এর কোচ হিসেবে দেখা যেতে পারে। ছবি সৌজন্যে — হেক্টর

একজন চ্যাম্পিয়ন্স লিগের ধারাভাষ্যকার। ইউরোপের নামি ধারাভাষ্যকার তিনি। ফুটবলার-কোচ হিসেবেই অথচ বেশি পরিচিত তিনি।দ্বিতীয়জন, আবার স্প্যানিশ ফুটবলের পরিচিত কোচ। প্রথমজন আন্দ্রেস পালোপ। দ্বিতীয় জন ফ্যাব্রিসিয়ানো গঞ্জালেজ। দুই স্প্যানিশ ফুটবল-পণ্ডিতেরই পরবর্তী গন্তব্য হতে পারে আইএসএল।

ভারতীয় ফুটবলে স্প্যানিশ কোচের কদর কম নয়। টুর্নামেন্টের অন্যতম সেরা দল এটিকে। সেই এটিকে দু’বারই চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচের হাত ধরে— হোসে মোলিনা ও অ্যান্তোনিও লোপেজ হাবাস। এছাড়াও অ্যালবার্তো রোকা, সের্জিও লোবেরা, মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগালের মতো স্প্যানিশ কোচেরাও নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল আইএসএল-এ।

সাফল্যের স্প্যানিশ ট্র্যাডিশন বজায় রেখেই এবার মুম্বই ইন্ডিয়ান্স, কেরল ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, দিল্লি ডায়নামোসের নজরে পালোপ ও ফ্যাব্রিসিয়ানো— জোড়া স্প্যানিশ কোচ। এটিকেও চলতি এপ্রিলের মধ্যেই কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। স্প্যানিশ সরণি ছেড়ে ইংলিশ রাস্তায় হাঁটতে গিয়েই হোঁচট খেয়েছেন এটিকে কর্তারা। তাই স্প্যানিশ-মন্ত্রে আগামী মরশুমে চলার সম্ভবনা প্রবল এটিকের।

স্পেনের অন্যতম সেরা গোলকিপার আন্দ্রেস পালোপ তিন বছর আগেও ফুটবলার ছিলেন। এখন অবশ্য তাঁর পরিচয় ফুটবলার নয় কোচ। ভ্যালেন্সিয়ার ইউথ প্রোডাক্ট পালোপ ভ্যালেন্সিয়ার ‘বি’ দলে খেলেছেন পাঁচ বছর। তারপরে ভ্যালেন্সিয়ার মূল দলে প্যালোপ খেলেন টানা আট বছর। মাঝে অবশ্য একবছর ভিলারিয়ালে লোনে খেলেছিলেন।


চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ-সেভিয়া ম্যাচের ধারাভাষ্যকার পালোপ (ডানদিকে)

ভ্যালেন্সিয়া-পর্বের পরেই সেভিয়ার জার্সিতে পালোপ খেলেছেন। অবসরকালীন সময়ে পালোপ আবার খেলেছেন বেয়ার লেভারকুসেনের হয়ে। অবসরের পর পালোপ কোচিং করিয়েছেন আলকোয়ানোতে।

এদিকে, ফ্যাব্রিসিয়ানো গঞ্জালেজ অবশ্য বেশ প্রবীণ। কোচিং করাচ্ছেন সেই ১৯৭৮ সাল থেকে। স্পেনের দু’ডজনের কাছাকাছি ক্লাবে কোচিংয়ের দায়িত্ব সামলেছেন চার দশক ধরে। স্পেনের প্রথম ডিভিশনে খেলা এলচে, আলাভেজ, গ্রানাডা, আলমেইরার মতো দলেরও কোচ ছিলেন তিনি। বর্তমানে স্পেনের দ্বিতীয় ডিভিশন লোরকা এফসির কোচ তিনি।



আন্দ্রেস পালোপ ও ফ্যাব্রিসিয়ানো গঞ্জালেজকে আসন্ন মরশুমে আইএসএল-এর কোচ হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। নবীন ও প্রবীণ জোড়া স্প্যানিশ কোচকে পেতে আগ্রহী অনেক ফ্র্যাঞ্চাইজি-ই।