মধ্যপ্রাচ্য
সমর্থন দেয়ার ঘোষণা সৌদি আরবের
মানবিক ও রাজনৈতিক দিক থেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেবে সৌদি আরব। সৌদি বাদশাহর প্রতিনিধি ড. আবদুল্লাহ আল রাবিয়া বাংলাদেশ সফর শেষে গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, সৌদি আরব প্রায় তিন লাখ রোহিঙ্গা ও ১১ লাখ ইয়েমেন নাগরিককে আশ্রয় দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) সৌদি আরব প্রভাবশালী রাষ্ট্র। রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা এবং সঙ্কটের রাজনৈতিক সমাধানের যেকোনো উদ্যোগে সৌদি আরবের সমর্থন থাকবে। তিনি বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় এখন পর্যন্ত সফল হয়নি। তবে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে সৌদি আরবের কণ্ঠস্বর পরিষ্কার।
রাবিয়া বলেন, বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ সেন্টার বিশ্বের ৪০টি দেশে শতকোটি ডলার ব্যয়ে ৩৬৭টি প্রকল্প বাস্তবায়ন করছে। এই সেন্টার রোহিঙ্গাদের জন্য আগামী দিনে আরো নতুন প্রকল্প গ্রহণ করবে। রোহিঙ্গাদের সহায়তায় এ পর্যন্ত সৌদি আরব আড়াই কোটি ডলার সহায়তা দিয়েছে।
এ সময় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের সাথে কাজ করছে সৌদি আরব। দুই দেশ মিয়ানমারের কাছে থেকে এ ব্যাপারে প্রতিশ্রুতি আদায় করেছে। কয়েকদিন আগে মিয়ানমারের একজন মন্ত্রী বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে উৎসাহিত করেছে এবং তাদের প্রত্যাবাসনের উপায় নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করেছে।
রোহিঙ্গাদের ছবি তুলে পুলিৎজার পেল রয়টার্স
নয়া দিগন্ত ডেস্ক
রোহিঙ্গাদের ছবি তুলে সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত পুলিৎজার পুরস্কার পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক ফটোগ্রাফি বিভাগের এই পুরস্কারটির পাশাপাশি আন্তর্জাতিক রিপোর্ট বিভাগেও পুরস্কার জিতেছে বার্তা সংস্থাটি। রয়টার্স এই প্রথম একসাথে দুটি পুলিৎজার পুরস্কার জিতেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির খবর ফাঁস করে নিউ ইয়র্ক টাইমস ও ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে রিপোর্ট করে ওয়াশিংটন পোস্ট যৌথভাবে পুরস্কার পেয়েছে।
বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কটের ফিচার ছবি প্রকাশ করায় আন্তর্জাতিক ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স। পাশাপাশি ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধে পুলিশের কিলিং স্কোয়াডের নীতি প্রকাশ করে আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগেও পুরস্কার পেয়েছে রয়টার্স। রয়টার্সের এডিটর ইন চিফ স্টিফেন জে অ্যাডলার বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অনেক বিষয়ে এ বছর অনেক পুলিৎজার পুরস্কার দেয়া হয়েছে। এমন সময়ে অনেক আশঙ্কা ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে নজর কাড়তে পারায় রয়টার্সের কর্মী হিসেবে আমরা গর্বিত।
অ্যাডলার বলেন, ফিলিপাইন কভারেজে রয়টার্সের রিপোর্টার ক্লাব ব্লাউইন, অ্যান্ড্রু আর সি মার্শাল ও ম্যানুয়েল মোগাতো দেখিয়েছিল কিভাবে প্রেসিডেন্টের মাদকযুদ্ধে পুলিশ দায়মুক্তভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। আর বিচার বিভাগের হাত থেকে অব্যাহতভাবে তাদের রক্ষা করা হচ্ছে। রয়টার্সের রিপোর্টে দেখানো হয়েছে, মাদকবিরোধী স্কোয়াডের একজন পুলিশ সদস্য কত অস্বাভাবিক সংখ্যায় মানুষ হত্যা করেছে। এই স্কোয়াডের অনেক সদস্যকেই তার নিজ শহর থেকে নেয়া হয়েছে। সেখানে মেয়র থাকাকালেও তিনি তাদের মাধ্যমে অনেককে হত্যা করেছেন।
রয়টার্সের ফটোগ্রাফাররা মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর চালানো সহিংসতার ছবি তুলে পুরস্কার জিতেছেন। ওই নির্যাতনের কারণে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। অ্যাডলার বলেন, ‘বাংলাদেশের দিকে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর জনস্রোতের অসাধারণ ছবিতে শুধু সঙ্ঘাতে মানবিক ক্ষতির বিষয়টিই দেখানো হয়নি। এসব মানুষের কাছে ফুটিতে তুলতে ফটো সাংবাদিকতার প্রয়োজনীয় ভূমিকার বিষয়টিও দেখানো হয়েছে।’ রোহিঙ্গাদের নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করার জেরে মিয়ানমার কর্তৃপক্ষ গত ১২ ডিসেম্বর থেকে সেখানে রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোনি এবং কিয়াও সোয়িকে আটক করে রেখেছে। তারা রাখাইন রাজ্যে ১০ রোহিঙ্গা নাগরিককে হত্যার ঘটনা অনুসন্ধান করেছিলেন। তাদের বিরুদ্ধে উপনিবেশিক যুগের দাফতরিক গোপনীয়তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
হলিউডে যৌন নিপীড়নের স্বরূপ উন্মোচন
তা ছাড়া হলিউডের ভেতরে যৌন হয়রানির অভিযোগ নিয়ে দুর্দান্ত রিপোর্টের জন্য যৌথভাবে মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার জিতেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও নিউ ইয়র্কার ম্যাগাজিন।
তাদের রিপোর্টেই ধরাশায়ী হন চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব হার্ভি ওয়াইনস্টিন, যার বিরুদ্ধে অসংখ্য অভিনেত্রী যৌন অসদাচরণ ও ধর্ষণের অভিযোগ এনেছেন। ওয়াইনস্টিন যদিও বলছেন, অভিনেত্রীদের সম্মতিতেই সেসব সম্পর্ক গড়ে উঠেছিল। অত্যন্ত প্রভাবশালী এ প্রযোজকের বিরুদ্ধে তদন্তই পরে বিশ্বজুড়ে ‘#মি টু’ আন্দোলনের সূচনা করে। সোমবার পুলিৎজার প্রশাসক ডানা কেনেডি জানান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গন, শোবিজ, প্রযুক্তি ও গণমাধ্যমে কাজ করা নারীরা যে প্রভাবশালী ব্যক্তিদের অন্যায় আচরণের শিকার হচ্ছে এ বিষয়টি সামনে নিয়ে আসার জন্যই নিউ ইয়র্ক টাইমস ও নিউ ইয়র্কারকে চলতি বছর মর্যাদাপূর্ণ এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
প্রতিবেদনগুলোর জন্য জোডি ক্যান্টর ও মেগান টুহির নেতৃত্বাধীন নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিদল এবং নিউ ইয়র্কার ম্যাগাজিনের কন্ট্রিবিউটর রোনান ফ্যারোকে কৃতিত্ব দেন তিনি। ‘তাদের বিস্ফোরক ও দুর্দান্ত সাংবাদিকতা ধনী এবং প্রভাবশালী যৌন নিপীড়কদের চরিত্র উন্মোচন করেছে’, বলেছেন ডানা। হলিউড মুঘল ওয়াইনস্টিনের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ নিয়ে গত বছরের অক্টোবরে পৃথকভাবে নিউ ইয়র্ক টাইমস ও নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনগুলোর পথ ধরেই হলিউডের সাথে সংশ্লিষ্ট শতাধিক নারী প্রভাবশালী এ প্রযোজকের অন্যায় আচরণ সম্পর্কে মুখ খোলেন।
অভিযোগের জেরে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেও বহিষ্কৃত হন ৬৬ বছর বয়সী ওয়াইনস্টিন। এ প্রযোজক পরে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেও ‘অপর পক্ষের সম্মতি ছাড়া কোনো ধরনের যৌন সম্পর্কে জড়াননি’ বলে দাবি করেছেন।