আইপিএল থাবা বসিয়েছে অন্যত্র! চলছে বাঁচার উপায় খোঁজার চেষ্টা
আইপিএল-এর দাপটে ঐতিহ্যবাহী লিগও আক্রান্ত। পরিত্রাণের উপায় খোঁজার চেষ্টা হচ্ছে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংলিশ কাউন্টির মরসুম। আর এর মধ্যেই আইপিএল-এর থাবায় আক্রান্ত বিলেতের কাউন্টি। অর্থের জন্য শীর্ষ স্থানীয় ইংলিশ ক্রিকেটাররা আইপিএল-এ খেলতেই ব্যস্ত।
তাঁরা আইপিএল-এ ডাক পাওয়ায় নতুন মরসুমে কাউন্টি দলগুলোও পরিকল্পনাহীন হয়ে পড়েছে। আইপিএল-এর আগ্রাসী মানসিকতার হাত থেকে বাঁচার উপায় খুঁজছে কাউন্টি দলগুলো। কাউন্টি দলগুলোর প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন।
ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি কাউন্টি দল খেলে। এসেক্স বাদে বাকি ১৭টি দলের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। কর্তাদের ভাবনার জায়গা হল, ইংলিশ ক্রিকেটাররা কাউন্টির থেকে আইপিএল নিয়ে বেশি আগ্রহী। মোট ১২ জন ইংলিশ ক্রিকেটার আইপিএল-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলছেন। আইপিএল-এর জন্য ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিযোগিতার অস্তিত্ব যেন নষ্ট না হয়, সে ব্যাপারে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।