স্ত্রীর কারণে পদ হারাচ্ছেন প্রধানমন্ত্রী

এশিয়া
স্ত্রীর কারণে পদ হারাচ্ছেন প্রধানমন্ত্রী
জমি বিক্রয় ও অবৈধ প্রভাবে স্কুল অনুমোদনের জের ধরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পদত্যাগ করতে পারেন বলে মনে করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংস্কারকদের একজন জুনিচিরো কোইজুমি। নিজ স্ত্রী জড়িত আছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে অত্যধিক কম দামে সরকারি জমি বিক্রি ও এক বন্ধুকে ভেটেরিনারি স্কুল চালু অনুমোদন দেয়ার ওই দুটি ঘটনায় শিনজো আবের জনপ্রিয়তা যেকোনো সময়ের চেয়ে কমেছে এবং আগামী নির্বাচনে তার দলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আবের এই পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়েছেন কোইজুমি। ২০০১-০৬ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী কোইজুমি এরিয়া ম্যাগাজিনকে বলেন, ‘এই কেলেঙ্কারিতে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছেন আবে। পার্লামেন্টের বর্তমান সেশন শেষে (২০ জুন) কি তিনি পদত্যাগ করবেন না?’

সাবেক এই নেতা বলেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলীয় কংগ্রেসে আবে দলীয় প্রধানের পদ আঁকড়ে থাকলে তার কারণে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে পরাজিত হতে পারে। আবের বিরুদ্ধে অভিযোগ, ৮৫ শতাংশ ডিসকাউন্টে একটি সরকারি জমি বিক্রয় করা হয়েছে ওসাকার একটি অতি-জাতীয়তাবাদী কিন্ডারগার্টেনের কাছে, যে প্রতিষ্ঠানটির সাথে সম্পর্ক আছে তার স্ত্রীর। এছাড়া এক বন্ধুকে ভেটেরিনারি স্কুল খোলার অনুমতি পেতে তিনি ব্যক্তিগত প্রভাব খাটিয়েছেন। যদিও দুটি অভিযোগই অস্বীকার করছেন জাপানের প্রধানমন্ত্রী।

রুশ সাংবাদিকের রহস্যজনক মৃত্যু
বিবিসি

রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ম্যাক্সিম বোরোদিন যিনি সিরিয়ার ভাড়াটে সেনাদের মৃত্যুর খবর প্রচার করেছিলেন। তিনি তার বাসার পাঁচতলা থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে মারাত্মক আহত হন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তার বাসায় কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, তার পড়ে যাওয়ার বিষয়টি অপরাধমূলক কাজ বলে মনে করা হচ্ছে। বোরোদিনের এক বন্ধু জানান, তিনি তাকে জানিয়েছিলেন যে, ভোরের দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার বাসাটি ঘেরাও করে ফেলেছে। ভাইচেস্লাভ বাশকভ বলেন, বোরোদিন একজন ‘নীতিনিষ্ঠ ও সৎ’ সাংবাদিক। ১১ এপ্রিল ভোর ৫টায় বোরোদিন তাকে বলেন, ‘তার বারান্দায় অস্ত্রসজ্জিত কে যেন এসেছে, সিঁড়িতেও রহস্যময় ও মুখোসপরা লোকজন দেখা যাচ্ছে।’ তিনি বলেন, বোরোদিন একজন আইনজীবী খুঁজছিলেন।
অবশ্য তিনি তাকে বলেন, তার বুঝতে ভুল হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মহড়ায় ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ওয়াগনার গ্রুপ নামে পরিচিত রাশিয়ার ভাড়াটে বাহিনীর ওপর রিপোর্ট করেছিলেন।