ফলপ্রসূ না হলে কিমের সঙ্গে আলোচনা থেকে 'সরে আসবেন' ট্রাম্প
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে প্রস্তাবিত আলোচনা ফলপ্রসূ না হলে তা আর চালিয়ে না যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে ট্রাম্প দেশটির ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার কথাও জানান।
বৈঠকে অংশ নেওয়ার আগে ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্র মার-আ-লগোতে আবের সঙ্গে নানা বিষয়ে কথা হয় ট্রাম্পের।
এর আগে কিমের সঙ্গে বৈঠক করতে সিআইএ পরিচালক মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফরের বিষয়টিও নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট।
কিম ও পম্পেওর মধ্যে ‘সুসম্পর্ক’ হয়েছে; গোপন ওই বৈঠকটি ‘সাবলীলভাবে সম্পন্ন’ হয়েছে বলেও জানান তিনি।
বিবিসি বলছে, ২০০০ সালের পর থেকে এখনও পর্যন্ত ট্রাম্প ও কিমের এই বৈঠককেই সর্বোচ পর্যায়ের বৈঠক বলা হচ্ছে। চলতি বছরের জুনে তারা আবার মিলিত হবেন বলে তথ্য পাওয়া গেলে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, সফল হবে না মনে হলে কিমের সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহই দেখাতাম না। বৈঠক চলাকালীন আলোচনা ফলপ্রসূ হচ্ছে না মনে হলে ততক্ষণাৎ বেরিয়ে আসব।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত উত্তর কোরিয়ার পারমানবিক নিরস্ত্রীকরণ সম্পন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবো।