তারুণ্যের মন্ত্রে বাজিমাতের স্বপ্ন বাদশার নাইটদের

তারুণ্যের মন্ত্রে বাজিমাতের স্বপ্ন বাদশার নাইটদের
কেকেআর-এর এবার নতুন দল, নতুন মন্ত্র। আর সেই মন্ত্রের নির্যাস ‘ইয়ে জোশ জওয়ানি কা’। তরুণদের দিয়েই আইপিএল-এ বাজিমাত করার স্বপ্ন দেখছে কেকেআর।
‘‘গম্ভীরের পরিবর্ত পাওয়া খুব কঠিন। তবে লিন, উত্থাপ্পা দশ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে। ওরা কিছুটা হলেও গম্ভীরের সমস্যা মেটাতে সক্ষম হবে।’’ আইপিএল শুরুর ঠিক আগে এমনটাই জানাচ্ছেন নাইটদের সহকারী কোচ সাইমন কাটিচ।

বেঙ্গালুরুর বিরুদ্ধে দল নামছে ৭২ ঘণ্টা পরেই। তার আগেও কেকেআর-এ তাড়া করছে গৌতম গম্ভীরের ছায়া। জাতীয় দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েক বছর হল। তবে কেকেআর-এর সংসারে গম্ভীর যে একপ্রকার মহীরূহ, তা নিয়ে সন্দেহ থাকার নয়। কাটিচদের সংসারেও তাই সশরীরে না থেকেও প্রবল ভাবে রয়ে গিয়েছেন গৌতম। 


বাইপাসের ধারে আইপিএল-এর মহার্ঘ্য ট্রফি উন্মোচন। আর সেদিনেই আবার শহরে পা পড়ল বিরাট কোহলির আরসিবি-র। আইপিএল-এর উত্তাপ আগেই চড়ে ছিল। তবে লক্ষ্মীবারের জোড়া ঘটনায় আইপিএল-এর সেই উন্মাদনার ডেসিবেল বাড়ল কয়েকগুণ। আরসিবি বনাম কেকেআর যুদ্ধের টিকিট প্রায় নিঃশেষিত। অবশিষ্ট টিকিট চড়া দামে বিকোচ্ছে। কোহলি-দর্শনে মুখিয়ে কলকাতা।

কোহলিদের বিরুদ্ধে অনুশীলনে নেমে বৃহস্পতিবার নাইটদের জার্সিতে আবির্ভূত সহকারী কোচ সাইমন কাটিচ। সেখানেই গম্ভীরকে নিয়ে চোখা চোখা প্রশ্নের বাউন্সার ভেসে এল তাঁকে লক্ষ্য করে। গম্ভীর-কে নিয়ে অস্বস্তির মধ্যেই কাটিচ স্বস্তির খবর শুনিয়ে রাখলেন সুনীল নারাইনকে নিয়ে। জানালেন, ‘‘সুনীলের যে সমস্যা ছিল, তা ও কাটিয়ে উঠেছে। মনে হয় না নতুন করে সমস্যা হবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে আসার পর ও এখন একদম ঠিক।’’

অস্ট্রেলীয় ‘স্যার’ অথচ ওয়ার্নার-স্মিথদের কুকীর্তি নিয়ে প্রশ্ন থাকবে না, তা কি হয়! দেশীয় তারকাদের কথা বলতে গিয়ে কাটিচ জানালেন, ‘‘স্মিথ-ওয়ার্নারের এই শাস্তি দরকার ছিল। যদি না দেওয়া হত, তাহলে খারাপ দৃষ্টান্ত রয়ে যেত প্রত্যেকের কাছে।’’ সঙ্গে সংযোজন, ‘‘তবে এতটা কড়া শাস্তিও প্রাপ্য নয়। মনে হয়, ভবিষ্যতে ওদের শাস্তি কমবে।’’


কেকেআর-এর এবার নতুন দল, নতুন মন্ত্র। আর সেই মন্ত্রের নির্যাস ‘ইয়ে জোশ জওয়ানি কা’। তরুণদের দিয়েই আইপিএল-এ বাজিমাত করার স্বপ্ন দেখছে কেকেআর। সেই জন্যই কাটিচ-স্ট্রিক-কালিসদের সংসারে বাড়তি ‘জোশ’ জোগাচ্ছেন শুভম মাভি, কমলেশ নাগরাকোটি এবং শুভমান গিল। যুব বিশ্বকাপ জয়ী তিন তরুণ তুর্কিদের নিয়ে নিজেদের পরিকল্পনাও জানিয়ে রাখছেন কাটিচ, ‘‘দলটা একদম তরুণ। সামনের তিন বছরের কথা মাথায় রেখেই দল গড়া হয়েছে। তরুণ এই ব্রিগেডের কাছে রাতারাতি সাফল্য চাওয়া উচিত নয়।’’ কাটিচের সুরেই সুর মিলিয়ে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ বলে দিচ্ছেন অরুণলালও।

বিরাট কোহলি অ্যান্ড কোংদের বিরুদ্ধে কেকেআর-এর তরুণ ব্রিগেডের যাত্রা শুরু। এবারের আইপিএলের পরীক্ষায় তাঁরা কি সফল হতে পারবেন ভবিষ্যতে? ইঙ্গিত মিলবে রবিবারের মহারণেই।