পাপুয়া নিউ গিনিতে ফের ভূমিকম্প: নিহত ১৮

পাপুয়া নিউ গিনিতে ফের ভূমিকম্প: নিহত ১৮
ফের ভূমিকম্পে কেঁপে ওঠেছে পাপুয়া নিউ গিনি। দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকা সাউদার্ন হাইল্যান্ডসে বুধবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।

হেলা প্রদেশের প্রশাসক উইলিয়াম বানডো বলেন, ‘এ পার্বত্য এলাকায় অনেক মানুষের বসবাস। সর্বশেষ খবর পেয়েছি সেখানে ১৮ জনের মৃত্যু হয়েছে। কতোজন বেঁচে আছে সে সম্পর্কে এখনও ধারণা করতে পারছি না।’

গত ২৬ ফেব্রুয়ারি এই পার্বত্য এলকায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় ৫৫ জন মানুষের মৃত্যু হয়। ভয়াবই সেই ভূমিকম্পে রাস্তাঘাট ও ঘরবাড়ি সব ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে দুর্গম এলাকায় খাবার পৌঁছে দিতে বেগ পেতে হচ্ছে সাহায্যকারী সংস্থাগুলোকে।

রেডক্রসের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চলের এঙ্গা ও হেলা এলাকায় এখনও হাজার হাজার মানুষ গৃহহীন। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে ভুগছেন তারা। রাস্তাঘাটের বেহাল দশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকা রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন স্থানীয় মানুষদের জন্য প্রধান উদ্বেগের বিষয়। ভূমিধসে সড়ক ভেঙে যাওয়ার কারণে ত্রাণবাহী অনেক ট্রাক রাস্তায় আটকে আছে।