১০০০তম ম্যাচ স্মরণীয় করতে পারলেন না ক্যাসিয়াস

১০০০তম ম্যাচ স্মরণীয় করতে পারলেন না ক্যাসিয়াস
পেশাদার ক্যারিয়ারে নিজের ১০০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না স্প্যানিশ অভিজ্ঞ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। পর্তুগীজ জায়ান্ট পোর্তোর হয়ে নিজের হাজারতম পেশাদার ম্যাচে বেলেনেনসের কাছে ২-০ গোলে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন ক্যাসিয়াস।

১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলের সিনিয়র দলে অভিষেক হয়েছিল ক্যাসিয়াসের। বর্ণাঢ্য ক্যারিয়ারে নিজের হাজারতম ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগীজ জায়ান্টদের হয়ে। প্রিমিয়ার লীগায় তার দল পোর্তো আরেক জায়ান্ট বেনফিকার থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

৩৬ বছর বয়সী ক্যাসিয়াস স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬৭টি ম্যাচ খেলেছেন। ১৯ বছর আগে মাদ্রিদের যুব দলের হয়ে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। ছোটবেলার ক্লাবের হয়ে তিনি ৭২৫টি ম্যাচ খেলেছেন। সানতিয়াগো বার্নাব্যুতে তিনি পাঁচটি লা লিগা ছাড়াও তিনটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছেন। ২০১৫ সালে মাদ্রিদ ছেড়ে তিনি পোর্তোতে যোগ দেন। পোর্তোর হয়েও ক্যাসিয়াস দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ জিতেছেন। এছাড়া ২০১০ সালে স্পেনের জার্সি গায়ে বিশ্বকাপ শিরোপা হাতে তুলেন। মৌসুমের শেষে তিনি পোর্তো ছাড়ার ঘোষণা দিয়েছেন।