শহরে নতুন মেয়ে! ‘পুরুষের কালো হাত’-এর থেকে নিজেকে কীভাবে বাঁচাবে সে

শহরে নতুন মেয়ে! ‘পুরুষের কালো হাত’-এর থেকে নিজেকে কীভাবে বাঁচাবে সে 
নতুন শহর মানেই নতুন কিছুর আশা কিন্তু পাশাপাশি একরাশ ভয়ও। সদ্য অষ্টাদশীর কাছে সবচেয়ে বড় ভয় ‘পুরুষ’ এবং তার ‘কালো হাত’। 


অষ্টাদশী কেউ যখন নতুন কোনও শহরে পা রাখে, তখন প্রথমেই একরাশ ভয়, অনিশ্চয়তা, উদ্বেগ ঘিরে ধরে তাকে। সবচেয়ে বেশি ভয় তার নারীত্ব নিয়ে। প্রত্যেক অচেনা পুরুষের চোখ, শরীরী ভাষা যেন বিপদের সঙ্কেত। প্রতি পদে পদে এই ভয় বাড়িয়ে তোলে তার প্যারানইয়া। এই শহরে সে কি রক্ষা করতে পারবে তার কুমারীত্ব? 

এই উদ্বেগ ঘিরেই জমে উঠতে চলেছে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের ওয়েবসিরিজ ‘ভার্জিন মোহিতো’-র গল্প। অভিনয়ে মৌসুমি দেবনাথ, গীতশ্রী রায়, অনিন্দিতা বসু, জুন মাল্য, ঊষসী চক্রবর্তী ও আরও অনেকে। আর কিছুদিনের মধ্যেই আড্ডাটাইমস ওয়েবসাইট ও ওয়েব অ্য়াপে শুরু হবে এই ওয়েবসিরিজের স্ট্রিমিং। সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরেই বেশ আলোচনার বিষয় এই ওয়েবসিরিজের পোস্টারটি।