হঠাৎ করে কেন বুড়িয়ে গেলেন এই নায়িকা?

হঠাৎ করে কেন বুড়িয়ে গেলেন এই নায়িকা?
গেল বছর ডিসেম্বরে গোপনে বিয়ে করলেন ভারতীয় রান মেশিন ও অধিনায়ক বিরাট কোহলিকে। হানিমুনের পালা শেষ করে ফিরে গেছেন অভিনয়ের ব্যস্ত জীবনে। কিন্তু কী এমন হলো, যে কারণে তারাতারি বুড়িয়ে গেলেন আনুশকা শর্মা! সম্প্রতি বৃদ্ধা রূপে দেখা গেল বলিউডের বিউটি কুইন আনুশকাকে।

এই মুহূর্তে আনুশকা অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ ও বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সুই ধাগা’। এর মধ্যেই আনুশকার একটি ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। এতে দেখা গেছে, মেকআপ আর্টিস্টরা সাজিয়ে দিচ্ছেন নায়িকাকে। আনুশকার পরনে ছিল সোনালি রঙের সালোয়ার কামিজ, চুলের রঙ ধূসর এবং চোখে মোটা চশমা।

অবশ্য কেন এই মেকওভার? সিনেমায় নাকি কোনো বিজ্ঞাপনে- এই রুপে দেখা যাবে আনুশকাকে, তা কিছুই এখনো পর্যন্ত খোলাসা করে জানা যায়নি।

তবে ভারতীয় গণমাধ্যম বলছে, আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমার জন্য এমন রুপ নিয়েছেন আনুশকা।

শাহরুখ-আনুশকা ছাড়াও ‘জিরো’ সিনেমায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। সিনেমাটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানানো হয়েছে।