এসপি পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি

এসপি পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের ২৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সুপার পদে ইতোমধ্যে পদোন্নতি পাওয়া এবং স্বপদে দায়িত্ব পালনরত এসব অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি বা পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়। বিসিএস(পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জনস্বার্থে তাদের নামের পাশে বর্ণিত পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এসপি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেসমিন বেগমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসপি) পদে ঢাকায় বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ফারুক হোসেনকে বিশেষ পুলিশ সুপার ঢাকা পুলিশের বিশেষ শাখায় (এসবি), নৌ পুলিশের মো. সায়ফুজ্জামান ফারুকীকে বিশেষ পুলিম সুপার ঢাকার এসবিতে, মোহাম্মদ কামরুজ্জামানকে বিশেষ পুলিশ সুপার ঢাকার সিআইডিতে, ঢাকা এসবির এস এম আশরাফুজ্জামানকে বিশেষ পুলিশ সুপার হিসেবে একই স্থানে, গাজীপুরের মোহাম্মদ সোলাইমানকে পুলিশ সুপার ঢাকার এন্ট্রি টেরোরিজম ইউনিটে, ঢাকার অষ্টম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মিজানুর রহমানকে পুলিশ সুপার রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায়, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ উল্যাকে পুলিশ সুপার ঢাকার সিআইডিতে, ঢাকা সিআইডির ডা. মো. এমদাদুল হককে পুলিশ সুপার পুলিশ অধিদপ্তরে এবং চাঁদপুরের মোহাম্মদ আশরাফুজ্জামানকে পুলিশ সুপার পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের নেছার উদ্দিন আহমেদ, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ আবদুল আজিজ, ড. মোহাম্মদ মঞ্জুরে আলম প্রামানিক, মো. আবু হাসান, এম এম হাসানুল জাহীদ, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ এহসান সাত্তার, মোঃ ফেরদৌস আলী চৌধুরীকে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের তাসমিয়াহ তাহলীলকে বিশেষ পুলিশ সুপার ঢাকার সিআইডিতে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের রওশন সাদিয়া আফরোজকে পুলিশ সুপার পুলিশ অধিদপ্তরে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জেরিন আখতারকে বিশেষ পুলিশ সুপার ঢাকার এসবিতে, শরীফ মোস্তাফিজুর রহমানকে পুলিশ সুপার পুলিশ অধিদপ্তরে, পুলিশ ব্যুরো ইনভেটিগেশনের (পিবিআই) মোঃ সোহেল রানাকে বাংলাদেশ পুলিশের এআইজি এবং পুলিশ অধিদপ্তরের মাহফুজা আক্তারকে বাংলাদেশ পুলিশের এআইজি পদে বদলি বা পদায়ন করা হয়েছে।