বিশ্বকাপে কোহলিদের প্রথম প্রতিপক্ষ এ বি’রা, পাক ম্যাচ ১৬ জুন
পরের ওয়ান ডে বিশ্বকাপ হবে ৩০ মে থেকে ১৪ জুলাই। ঘটনা হচ্ছে, ভারতের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ২ জুন।
ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে ৫ জুন। প্রতিপক্ষ এ বি ডিভিলিয়ার্সদের দক্ষিণ আফ্রিকা। ১৬ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দ্বৈরথ বিরাট কোহলিদের।
পরের ওয়ান ডে বিশ্বকাপ হবে ৩০ মে থেকে ১৪ জুলাই। ঘটনা হচ্ছে, ভারতের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ২ জুন। কিন্তু লোঢা কমিটির সুপারিশে আইপিএল ও যে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে ১৫ দিনের বিরতি রাখতে হবে। ‘‘পরের বছর আইপিএল হবে ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। আমাদের ১৫ দিনের বিরতি রাখতে হবে এবং বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে। ১৫ দিনের বিরতি রাখতে হলে ৫ জুনের আগে আমরা ম্যাচ খেলতে পারব না। আগে ২ জুন আমাদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল। তবে সেই দিন আমরা খেলতে পারব না,’’ মঙ্গলবার কলকাতায় আইসিসি’র এগজিকিউটিভ কমিটির বৈঠকের প্রথম দিনের শেষে সংবাদসংস্থাকে বলেছেন বোর্ডের এক শীর্ষ কর্তা।
ওই কর্তা যোগ করেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা আমাদের প্রথম প্রতিপক্ষ। চিফ এগজিকিউটিভ কমিটি সেই ব্যাপারে সম্মত হয়েছে এবং ব্যাপারটা আইসিসি বোর্ডের কাছে পাঠানো হয়েছে।’’ যদিও বোর্ডের ওই কর্তা প্রথমে বলেছিলেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে ৪ জুন। পরে তিনি তা সংশোধন করেন।
ম্যাঞ্চেস্টারে হবে ভারত-পাক ম্যাচ। তবে ২০১৫ বিশ্বকাপ বা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত-পাকিস্তান মহারণ দিয়ে শুরু হলেও এবার সেরকম কিছু হচ্ছে না। ওই কর্তা বলেছেন, ‘‘এই প্রথম বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর দিকে হচ্ছে না। এবার রাউন্ড রবিন পর্ব ফিরছে। অর্থাৎ প্রত্যেক দল একে-অন্যের বিরুদ্ধে খেলবে। যেরকম হয়েছিল ১৯৯২ বিশ্বকাপে।’’ আগামী চার বছরে ৩০৯ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবে ভারত। যা আগের চার বছরের তুলনায় ৯২ দিন কম। ঘরের মাঠে খেলবে ১৯টি টেস্ট ম্যাচ।