‘শোলে’-র স্মৃতি বুকে নিয়েই চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা

‘শোলে’-র স্মৃতি বুকে নিয়েই চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা
চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজ কিশোর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। নিজের দীর্ঘ কেরিয়ারে তিনি অভিনয় করেছেন একাধিক সুপারহিট ছবিতে। যার মধ্যে ‘শোলে’, ‘দিওয়ার’, ‘পড়োশন’ ‘হরে রাম হরে কৃষ্ণ’-এর মতো ছবি রয়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গুরগাঁওতে বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজ। যদিও টুইটারের একটি পোস্টের দাবি, বৃহস্পতিবার নয়, শুক্রবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। 
দীর্ঘদিন ধরেই পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন রাজ। কয়েক দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তার পর থেকেই আরও অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি।

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সর্বকালের অন্যতম সেরা সুপারহিট ছবি ‘শোলে’-তে রাজ ছিলেন জেলের ভিতরে থাকাকালীন জয়-বীরুর  (অমিতাভ-ধর্মেন্দ্র) সঙ্গী। আর এক সুপারহিট ছবি ‘পড়োশন’-এও তিনি ছিলেন সুনীল দত্তের বন্ধুর ভূমিকায়। খুব বড় কোনও চরিত্রে অভিনয় না করেও এই সব ছবিতে স্বল্প উপস্থিতিতেই দর্শকদের মন জয় করেছিলেন রাজ।