কোটা সংস্কার: শাহবাগে বিক্ষোভে কাঁদুনে গ্যাস-লাঠিপেটা

কোটা সংস্কার: শাহবাগে বিক্ষোভে কাঁদুনে গ্যাস-লাঠিপেটা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রোববার রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।ছবি: মাহমুদ জামান অভি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর তাদের হটাতে কাঁদুনে গ্যাস ও লাঠি নিয়ে নেমেছে ‍পুলিশ।

রোববার বেলা আড়াইটায় হাজারো শিক্ষার্থী অবস্থান নেওয়ার পর থেকে ওই চৌরাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারী বলছিল, সংসদে ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন তারা।

পুলিশ জলকামান নিয়ে সেখানে শুরু থেকে অবস্থান নিলেও শান্ত ছিল।

ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিকালে সাংবাদিকদের বলেছিলেন, “তারা আন্দোলন করছে, করুক। জনদুর্ভোগ যাতে না হয়, সেজন্য অনুরোধ করছি।”

অবরোধের কারণে মৎস্য ভবন, টিএসসি ও সায়েন্সল্যাব এলাকা থেকে শাহবাগমুখী যানবাহন ঘুরিয়ে দিচ্ছিল পুলিশ। ওইসব মোড় ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সন্ধ্যায় আন্দোলনকারীদের অন্যতম নেতা মো. উজ্জ্বল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ অধিবেশন চলছে এখন, আমরা চাই এই অধিবেশন থেকেই ঘোষণা দেওয়া হোক কোটা পদ্ধতি সংস্কারের। যদি ঘোষণা না দেওয়া হয় তাহলে উঠব না।”

এই বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা পর বিকালে দশম সংসদের ২০তম অধিবেশন শুরু হয়।

এরপর সন্ধ্যা ৭টায় পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়া শুরু করে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে লাঠিপেটা।

পুলিশের হামলার মুখে কয়েক মিনিটের মধ্যে শাহবাগ মোড় থেকে ছাত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।