দীনেশ কার্তিকের কেকেআর-এ ‘ধোনি’ হতে প্রস্তুত নাইট তারকা

দীনেশ কার্তিকের কেকেআর-এ ‘ধোনি’ হতে প্রস্তুত নাইট তারকা
আর মাত্র তিন দিন। তার পরেই কেকেআর নেমে পড়বে বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে। এখন থেকেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। তবে মেগা ম্যাচে নামার আগে কেকেআর-কে স্বস্তি দিয়ে গেলেন উঠতি তারকা অপূর্ব ওয়াংখেড়ে। তিনিই এবারের আইপিএল-এ নাইট রাইডার্সের ‘মহেন্দ্র সিংহ ধোনি’ হয়ে উঠতে প্রস্তুত।

জাতীয় দলের জার্সিতে এখনও সুযোগ জোটেনি। তবে ঘরোয়া ক্রিকেটের বেশ পরিচিত মুখ অপূর্ব। বিদর্ভের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে বেশ অভিজ্ঞ তিনি। অপূর্বই জাতীয় এক সংবাদমাধ্যমে মাস দুয়েক আগে বলেছিলেন, ‘‘যদি শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারি, তাহলে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারি। নিজের উপর যথেষ্ট আস্থা রয়েছে আমার।’’

কেকেআর সংসারে এখনও গম্ভীর-ছায়া, তারুণ্যের মন্ত্রে বাজিমাতের স্বপ্ন বাদশার নাইটদের
নাইটদের অনুশীলনে ‘সৌরভ’ ছড়ালেন মহারাজ! কার্তিকের সঙ্গে মাতলেন আলাপচারিতায়
গত তিন সংস্করণেই আইপিএল-এ খেলেছেন অপূর্ব। মুম্বই ইন্ডিয়ান্সে থাকার সময়ে প্রথম একাদশে খেলার সুযোগ জোটেনি সেইভাবে। নতুন দলে এসে আইপিএল-এর মঞ্চে নতুন করে চেনাতে প্রস্তত তিনি। তাই জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভয়ডরহীন গলায় তিনি বলেছেন, ‘‘যে কোনও টুর্নামেন্টেই চাপ রয়েছে। মোদ্দা কথা হল, টিম ম্যানেজমেন্ট যদি তোমার উপর আস্থা রাখে, তাহলে কতটা তা পূরণ করতে পারছ এবং সুযোগ কতটা কাজে লাগাতে সক্ষম তুমি।’’

অপূর্ব অবশ্য বহুমুখী প্রতিভার অধিকারী। ক্রিকেটার ছাড়াও খো খো, ভলিবল এবং অ্যাথলেটিক্স-এ খেলায় পারদর্শিতা রয়েছে তাঁর। সাত বছর ধরে বিদর্ভের হয়ে টানা পারফর্ম করে চলেছেন। এবার কেকেআর-এর জার্সিতে পারফর্ম করেই জাতীয় দলের দরজা খুলতে চান।

More Link