উপমহাদেশ
বিতর্কিত মন্তব্যে আলোচিত গতির মহারাজ শোয়েব আখতার
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আকতার টুইটারে লিখেছেন, ‘অবশেষে সম্মাননীয় আদালত জামিন দিল সালমানকে। জীবদ্দশায় একদিন অন্তত এই সংবাদ পেতে চাই, যেদিন কাশ্মীর, প্যালেস্তাইন, ইয়েমেন, আফগানিস্তান এবং বিশ্বের সমস্ত উপদ্রুত এলাকায় প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মানবতার অপমৃত্যু এবং নিষ্পাপ প্রাণের হত্যা আমার হৃদয়কে রক্তাক্ত করে।’
এই টুইটটি কিছুক্ষণ বাদেই গতির মহারাজ শোয়েব আকতার ডিলিট করে দেন। এর পর আরেকটি টুইটে পাকিস্তানের প্রাক্তন পেসার লেখেন, ‘পাক-ভারত সম্পর্কের উন্নতির জন্য সীমান্তের দু’পারের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে। দু’ দেশের নেতৃত্বের কাছে কঠিন প্রশ্ন তুলে ধরতে হবে, বিগত ৭০ বছরের জমানো কাজ কেন আমরা শেষ করতে পারিনি এখনো? আরো ৭০ বছর কি আমাদের এই ঘৃণার সম্পর্ক নিয়েই বাঁচতে হবে?’
নতুন ভূমিকায় শোয়েব
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) দু’টি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হয়েছেন সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতার। বোর্ড চেয়ারম্যানের ক্রিকেটবিষয়ক উপদেষ্টা এবং পিসিবির শুভেচ্ছা দূত হিসেবে আখতারকে নিয়োগদানের বিষয়টি শনিবার জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।
এর আগে ২০১৩ সালে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেঠি দায়িত্ব পালন করছিলেন তখন তার প্রধান সমালোচক ছিলেন ৪২ বছর বয়সী শোয়েব। তিনি ওই সময় বলেছিলেন, ‘শেঠির অধীনে পাকিস্তান ক্রিকেটের অবনমন ঘটবে। তার জানা উচিত, তিনি এখন ডিসিবি চেয়ারম্যান। কোনো টেলিভিশন চ্যানেলের উপস্থাপক নন।’
২০১৫ সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের শোচনীয়ভাবে পরাজয়ের জন্য শেঠি এবং পিসিবি’র গোটা পরিচালনা পর্ষদকে দায়ী করেছিলেন শোয়েব। এর আগে ১৪ বছরের খেলোয়াড়ি জীবনেও শেঠির সঙ্গে বিভিন্ন সময় বিরোধে জড়িয়ে পড়েছিলেন পাকিস্তানের এই গতি তারকা।
বোর্ডে নিযুক্ত হওয়া শোয়েবের বর্তমান কাজ এবং এর ধরন কী হবে সেটি এখনো পরিষ্কার নয়। তবে এর মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে যে শোয়েব ও শেঠির মধ্যে সম্পর্কের দারুণ উন্নতি ঘটেছে। শোয়েব তার টুইট বার্তায় লিখেছেন, ‘পিসিবি তাকে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন।’