প্রথমবারের মত বিশ্বকাপে ব্যবহৃত হবে ভিএআর

ফুটবল
প্রথমবারের মত বিশ্বকাপে ব্যবহৃত হবে ভিএআর
রাশিয়া বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জন্য চারজন ভিডিও অ্যাসিসটেস্ট রেফারি কাজ করবেন। স্টেডিয়ামের ভিতরে জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখানো হবে বলে ফিফা নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কোলিনা ফ্লোরেন্সে অনুষ্ঠিত রেফারি ট্রেনিং সেমিনারে বলেছেন, মস্কো থেকে কেন্দ্রীয়ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে। সব রেফারিদের মস্কোতেই রিপোর্ট করতে হবে।

আগামী দুই সপ্তাহ বিশ্বকাপকে সামনে রেখে ফ্লোরেন্সে ৩৬ জন রেফারি ও ৬৩ জন সহকারি রেফারিকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রথমবারের মত এবারের বিশ্বকাপে ভিএরআর ব্যবহৃত হচ্ছে। মূলত সেই প্রযুক্তির উপরই এই ওয়ার্কশপটি আয়োজন করা হয়েছে।

আরেক সাবেক ইতালিয়ান রেফারি রবার্তো রোসেত্তি জানিয়েছেন, প্রতিটি ম্যাচে চারজন ভিএরআর অফিসিয়াল থাকবেন। তারা ম্যাচ পরিচালনাকারী মূল রেফারির সাথে যোগাযোগ করে ইমেজগুলো পরীক্ষা-নিরীক্ষা করবেন।

রিভিউ পদ্ধতির চলাকালীন ভিএআর অফিসিয়ালদের মধ্যে এক নম্বরে থাকা রেফারি পুরো বিষয়টি পরিচালনা করবেন। ভিএআর অফিসিয়ালদের মধ্যে দুই নম্বরে থাকা রেফারি শুধুমাত্র অফ-সাইডের বিষয়টি দেখবেন। অফ-সাইডের খেলোয়াড়দের পর্যালোচনা করার জন্য দুটি বিশেষ ক্যামেরা ব্যবহৃত হবে।

তৃতীয় ভিএআর অফিসিয়াল পুরো বিষয়টি যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন্য সহযোগিতা করবে। ভিএআর এর পুরো দলটির সাথে স্ক্রিন ও ক্যামেরার কার্যক্রম যাচাইয়ের জন্য চারজন টেকনিশিয়ানও থাকবেন।