গভীর রাতে মহাসড়কে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে পুলিশের হামলায় ঢাবি শিক্ষার্থী আবু বকর সিদ্দিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে গভীর রাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হলে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে সমবেত হয়।
পরে বিনোদপুর গেট দিয়ে বের হয়ে রাবির প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
রাত আড়াইটার দিকে আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাসুদ মোন্নাফ শিক্ষার্থীদেরকে আবাসিক হলগুলোতে ফিরে যেতে অনুরোধ জানান। এসময় মহাসড়ক ছেড়ে দিয়ে শিক্ষার্থীরা হলগুলোতে ফিরে যায়’।
এর আগে রাত ২ টার দিকে বিশ^বিদ্যালয়ের ফটকের তালা ভাঙতে চেষ্টা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় টায়ার জালিয়ে স্লোগান দিতে থাকেন তারা। প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
এর আগে দুপুর সাড়ে বিকেল ৪ টা থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত প্রথম দফায় অবরোধ করে রাখে কোটা সংস্কারপন্থীরা সড়কটি। ওই সময় যান চলাচল বন্ধ থাকে।