এই সুন্দরীতেই মন মজেছে তারকা ভারতীয় ক্রিকেটারের! গুঞ্জনের জবাব টুইটে
রটনা সোশ্যাল দুনিয়ায়। এমনও রটনা, তাঁরা নাকি খুব শিগগিরি বিয়েও করতে চলেছেন।
এই সুন্দরীর নাম তনিষ্কা কপূর। দক্ষিণী ছবির এই জনপ্রিয় নায়িকার সঙ্গে জড়িয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটের এক তরুণ তারকার নাম। তিনি যজুবেন্দ্র চহ্বাল। লেগস্পিনার যজুবেন্দ্রর বোলিংয়ে দিশাহারা বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা। আর সেই তিনিই নাকি তনিষ্কার গুগলিতে ঘায়েল। এমনই রটনা সোশ্যাল দুনিয়ায়। এমনও শোনা যাচ্ছিল, তাঁরা নাকি খুব শিগগিরি বিয়েও করতে চলেছেন।
শেষ পর্যন্ত সব গুঞ্জন থামাতে নিজেই টুইট করলেন যজুবেন্দ্র। সেখানে পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন তনিষ্কার সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্ক নেই। তিনি মোটেই বিয়ে করছেন না তনিষ্কাকে। যা রটেছে তার সবই রটনা। তাঁরা শুধুই ভাল বন্ধু।
ক্রিকেট ও সেলুলয়েডের প্রেম-পরিণয়ের ঐতিহ্য ভারতীয়রা জনমানসের কাছে নতুন নয়। গত ডিসেম্বরে বিরুষ্কার রূপকথার বিয়েতে মেতে উঠেছিল গোটা দেশ। পতৌদি-শর্মিলা থেকে আজকের বিরাট-অনুষ্কা— ক্রিকেটারদের সঙ্গে বলিউডের নায়িকাদের বিয়ে কোনও নতুন ব্যাপার নয়। যজুবেন্দ্র-তনুষ্কাকেও সেই তালিকায় নয়া সংযোজন ভেবে নিয়েছিলেন নেটিজেনরা। সব জল্পনায় জল ঢাললেন যজুবেন্দ্র।
তবে ‘আমরা শুধুই ভাল বন্ধু’ এই কথাটা অতীতে অনেক যুগলই ‘ঢাল’ হিসেবে ব্যবহার করেছেন। তার পর দেখা গিয়েছে, আসলে মিডিয়াকে থামানোর জন্যই এমনটা বলেছেন তাঁরা। যজুবেন্দ্রর টুইটটিও তেমন কি না, তার জন্য এই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।