আকাশের গায়ে ফুটে উঠল আশ্চর্য নীল আলো! ঘনিয়ে উঠছে রহস্য

আকাশের গায়ে ফুটে উঠল আশ্চর্য নীল আলো! ঘনিয়ে উঠছে রহস্য
অতিকায় ওই আলো একজোড়া চোখের মতো আকাশে জেগে উঠেছিল।
আকাশের বুকে ফুটে উঠল রহস্যময় নীল আলো! ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার ও অক্সফোর্ডশায়ারের বাসিন্দাদের দাবি, এমন আশ্চর্য আলো তাঁরা এর আগে দেখেননি। স্বাভাবিক ভাবেই, ঘটনার মোড় আবারও ভিনগ্রহের প্রাণীদের দিকে। পাশাপাশি উঠে আসছে নিবিড়ু নামের সেই গ্রহের কথা। মায়ান ক্যালেন্ডারে পৃথিবী ধ্বংসের কারণ হিসেবে যে গ্রহের কথা বলা হয়েছিল। ক্যালেন্ডার বর্ণিত ২০১২ সালের সেই মহাপ্রলয় বাস্তবে না ঘটলেও, নিবিড়ুর কথা এখনও শোনা যায় মাঝে মাঝেই। নিবিড়ুবাদীরা মনে করছেন, এই আলো সেই গ্রহেরই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ১১টা নাগাদ ওই আলো আকাশের গায়ে ফুটে উঠেছিল। অতিকায় ওই আলো একজোড়া চোখের মতো আকাশে জেগে উঠেছিল। তার পর আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে আচমকাই অদৃশ্য হয়ে যায়। এমন অদ্ভুত কোনও আলো তাঁরা কখনও দেখেননি বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। 

ওই আলোর আসল উৎস কী? সত্যিই কি ওটা রহস্যময় নিবিড়ু গ্রহ? নাকি ভিনগ্রহের প্রাণীদের মহাকাশযান? নাকি পুরোটাই দৃষ্টিভ্রম। কিন্তু প্রশ্ন উঠতে পারে, একসঙ্গে অতজন মানুষের কি দৃষ্টিভ্রম হতে পারে? 

নীল ওই আলোর রহস্য কী তা এখনও জানা যায়নি। প্রতীকী ছবি: শাটারস্টক।
আকাশের বুকে ফুটে উঠল রহস্যময় নীল আলো! ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার ও অক্সফোর্ডশায়ারের বাসিন্দাদের দাবি, এমন আশ্চর্য আলো তাঁরা এর আগে দেখেননি। স্বাভাবিক ভাবেই, ঘটনার মোড় আবারও ভিনগ্রহের প্রাণীদের দিকে। পাশাপাশি উঠে আসছে নিবিড়ু নামের সেই গ্রহের কথা। মায়ান ক্যালেন্ডারে পৃথিবী ধ্বংসের কারণ হিসেবে যে গ্রহের কথা বলা হয়েছিল। ক্যালেন্ডার বর্ণিত ২০১২ সালের সেই মহাপ্রলয় বাস্তবে না ঘটলেও, নিবিড়ুর কথা এখনও শোনা যায় মাঝে মাঝেই। নিবিড়ুবাদীরা মনে করছেন, এই আলো সেই গ্রহেরই।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ১১টা নাগাদ ওই আলো আকাশের গায়ে ফুটে উঠেছিল। অতিকায় ওই আলো একজোড়া চোখের মতো আকাশে জেগে উঠেছিল। তার পর আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে আচমকাই অদৃশ্য হয়ে যায়। এমন অদ্ভুত কোনও আলো তাঁরা কখনও দেখেননি বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। 

ওই আলোর আসল উৎস কী? সত্যিই কি ওটা রহস্যময় নিবিড়ু গ্রহ? নাকি ভিনগ্রহের প্রাণীদের মহাকাশযান? নাকি পুরোটাই দৃষ্টিভ্রম। কিন্তু প্রশ্ন উঠতে পারে, একসঙ্গে অতজন মানুষের কি দৃষ্টিভ্রম হতে পারে? 

তাহলে কী রহস্য ওই নীল আলোর? এখনও কোনও সদুত্তর মেলেনি। কিছুদিন আগে আলজিরিয়ার আকাশ লাল হয়ে ওঠার দাবি উঠেছিল। এবার তার সঙ্গে যোগ হল নীল রংয়ের আলো। রহস্য ক্রমে বাড়ছে।