‘সাদা হাতি’ আর পুষবেন না মরিনহো
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ব্রমের কাছে হেরে ম্যানসিটির হাতে লিগ শিরোপা তুলে দিয়েছে ম্যানইউ। বিষয়টা কিছুতেই হজম করতে পারছেন না হোসে মরিনহো। শিষ্যদের ওপর বেজায় ক্ষেপেছেন ম্যানইউ কোচ। শ্বেতহস্তী আর পুষতে চান না তিনি! মোটা বেতনের নিষ্প্রভ তারকাদের বিদায় করে দিয়ে আগামী মৌসুমে দল ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন মরিনহো।
ব্রিটিশ মিডিয়ার দাবি, সবার আগে পল পগবাকে বিক্রি করতে চান পর্তুগিজ কোচ। ফরাসি মিডফিল্ডারের প্রতি তার মোহ আগেই কেটে গেছে। পারফরম্যান্সে অধারাবাহিকতার কারণে এ মৌসুমে প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়ায় পগবাও ক্ষুব্ধ কোচের ওপর। ওল্ড ট্রাফোর্ডে মন বিষিয়ে ওঠায় ভালো প্রস্তাব পেলে ম্যানইউ ছাড়তে আপত্তি নেই পগবার। তার পাশাপাশি অ্যান্থনি মার্শাল, মাত্তেও ডারমিয়ান এবং ডিলে ব্লিন্ডকে ছেড়ে দিতে চান মরিনহো। বিপরীতে ট্রান্সফার ফি’র নতুন বিশ্বরেকর্ড গড়ে পিএসজি থেকে ভাগিয়ে আনতে চান নেইমারকে। সেটি অবশ্য সহজ হবে না।
এ তো গেল মৌসুম শেষের হিসাব। আপাতত ওয়েস্ট ব্রমের বিপক্ষে যারা দলকে ডুবিয়েছেন, তাদের বেঞ্চে বসিয়ে রেখে শাস্তি দেবেন মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে একাদশে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন ম্যানইউ কোচ। এই ম্যাচে যারা ভালো করবেন, আগামী শনিবার টটেনহ্যামের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে শুধু তাদেরই জায়গা হবে দলে।
দল নির্বাচনের মানদণ্ড মরিনহো নিজেই জানিয়ে দিয়েছেন, ‘শুধু পারফরম্যান্সের ভিত্তিতেই খেলোয়াড় বাছাই করব আমি। কার কত দাম, কত বেতন, কত সুন্দর চেহারা- তাতে কিছু যায় আসে না। আমার কাছে পারফরম্যান্স ছাড়া বাকি সবকিছুই মূল্যহীন।’