৩৪ বছর পর নিউজিল্যান্ডের এমন জয়
ক্রিস্টচার্চে কাল শেষবেলায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইংল্যান্ডের হাতেই ছিল। অথচ আজ পঞ্চম দিন পুরো ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিলো নিউজিল্যান্ড। হেরে যাওয়া ম্যাচ ড্র করল। এই ড্র'টাই জয়ের আনন্দে ভাসালো তাদের। কারণ এর ফলে ৩৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলো কিউইরা। একইসাথে ১৯ বছর পর ইংলিশদের বিপক্ষে জয়ের মুখ দেখলো তারা।
এর আগে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ৪৯ রানে জিতে নিউজিল্যান্ড।
আজ জয়ের জন্য ৩৮২ রানের কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে কিউইরা। শুরুতেই জোড়া আঘাত হানেন স্টুয়ার্ট ব্রড। ১৭ রান নিয়ে আগের দিনের অপরাজিত থাকা রাভালকে কোনে রান না করতে দিয়েই সাজঘরে ফেরান এই পেসার। পরের বলেই তার শিকার হন কেন উইলিয়ামসন। এরপর রস টেইলর ও হেনরি নিকোলস ফিরেন আনলাকি থার্টিতে। ফলে চাপে পড়ে নিউজিল্যান্ড।
কিন্তু ইশ সোধির ধীরতায় সেই বিপদ কাটিয়ে উঠে নিউজিল্যান্ড। কলিন ডি গ্র্যান্ডহোমকে নিয়ে অনেকটা পথ পাড়ি দেন তিনি। তবে এ জুটির ভাঙন ধরান মার্ক উড। অর্ধশত থেকে পাঁচ রান দুরে থাকতেই গ্র্যান্ডহোমকে ফেরান তিনি। তবে ক্রিজে ৫৬ রান নিয়ে অপরাজিত ছিলেন সোধি। আট উইকেটে ২৫৬ রান করে নিউজিল্যান্ড।
এর আগে প্রথম ইনিংসে সব উউকেট হারিয়ে ৩০৭ করেছিল ইংল্যান্ড। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৭৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৫২ তুলে ইনিংস ঘোষণা করে ইংলিশরা।