আগুয়েরোর হাঁটুতে অস্ত্রোপচার

আগুয়েরোর হাঁটুতে অস্ত্রোপচার
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে।

গত পাঁচ সপ্তাহ ধরে হাঁটুতে চোট সমস্যায় ভুগছিলেন আগুয়েরো। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি তিনি।

গত ৪ মার্চ চেলসির বিপক্ষে ম্যাচের পর থেকে আর কোনো ম্যাচের শুরুর একাদশে ছিলেন না ২৯ বছর বয়সী এই ফুটবলার।

মঙ্গলবার টুইটারে অস্ত্রোপচারের বিষয়টি নিজেই জানান আগুয়েরো। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে আশাবাদী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পুরোপুরি সেরে উঠতে তার কতদিন সময় লাগবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সিটি এরই মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করায় রাশিয়া বিশ্বকাপই এখন আগুয়েরোর মূল লক্ষ্য।

ট্যাগ :
ম্যানচেস্টার সিটিআগুয়েরোআর্জেন্টিনা