আইপিএল শুরুর আগেই প্রবল আক্রমণ আফ্রিদির! কী বললেন পাক তারকা

আইপিএল শুরুর আগেই প্রবল আক্রমণ আফ্রিদির! কী বললেন পাক তারকা

বিতর্ক আরও বাড়ালেন আফ্রিদি। তাঁর কটূ মন্তব্য ঘিরে ক্রমে উত্তপ্ত হচ্ছে উপমহাদেশীয় ক্রিকেট-আবহ।

কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন শাহিদ আফ্রিদি। তাঁর টুইটের উত্তরে মুখ খোলেন সচিন, কোহলি, গম্ভীর, রায়নারাও। এবার মহম্মদ কাইফের একটি মন্তব্যের উত্তর দিয়ে বিতর্ক আরও বাড়ালেন আফ্রিদি। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, প্রাক্তন জাতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ আফ্রিদির মন্তব্যের প্রত্যুত্তরে লিখেছিলেন, পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে খেলার সুযোগ পেলে আফ্রিদি এমন কথা বলতেন না।

তার উত্তরেই আফ্রিদি জানান, ডাকলেও তিনি আইপিএলে খেলতে আসতেন না। তাঁর কাছে পিএসএলই সেরা।

প্রসঙ্গত, গত সোমবার কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে প্রাণ হারিয়েছে ১৩ পাক জঙ্গি।  এর পরই মঙ্গলবারে প্রবীণ পাক অলরাউন্ডার টুইট করে লেখেন— ‘‘ভারত-অধিকৃত কাশ্মীরে ভয়াবহ, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার কণ্ঠস্বর চাপা দিতে দমনমূলক নীতিতে নিরীহদের গুলি করে মারা হচ্ছে। অবাক হয়ে ভাবি কোথায় গেল রাষ্ট্রসংঘ, অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি! কেন এই রক্তপাত থামাতে তারা সচেষ্ট নয়?’’

আফ্রিদির বক্তব্যের প্রতিবাদে সচিনরাও বক্তব্য রাখেন। এবার মহম্মদ কাইফের টুইটকে আক্রমণ করে আবারও মুখ খুললেন ‘বুমবুম’ আফ্রিদি।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের তরফে আফ্রিদির বক্তব্যটি টুইট করা হয়েছে। আফ্রিদি জানিয়েছেন— ‘‘ওরা আমাকে ডাকলেও আমি আইপিএলে যেতাম না। আমার কাছে পিএসএলই বৃহত্তম। একটা সময় আসবে যখন এই লিগ আইপিএলকেও পিছনে ফেলে দেবে। আমি পিএসএল উপভোগ করছি, আমার আইপিএলের প্রয়োজন নেই। আমি এতে উৎসাহী নই, কোনও দিন ছিলামও না।’’

প্রসঙ্গত, পিএসএল নিয়ে আফ্রিদির এমন উচ্ছ্বাস সত্ত্বেও এখনও পর্যন্ত পিএসএল ক্রিকেট দুনিয়ায় কোনও প্রভাবই ফেলতে পারেনি। 

এখন দেখার, আফ্রিদির এমন কটূ মন্তব্যের উত্তরে কী বলেন কাইফ-সহ ভারতের অন্য ক্রিকেটাররা।