লড়াই আজ : মেসিদের স্বাগত জানানোর ধরণে কাঁপছে প্রতিপক্ষ!
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দফার কোয়ার্টার-ফাইনালে প্রতিদ্বন্দ্বি এএস রোমাকে স্বাগত জানাতে এক অসাধারণ ভিডিও তৈরি করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। এই ভিডিওটি বুধবার ন্যু ক্যাম্প স্টেডিয়ামে কিক-অফের কিছুক্ষণ আগে এক লাখ দর্শক ঠাসা গ্যালারি দেখবে। কী আছে সেই ভিডিওতে? প্রথমেই ভেসে উঠবে, ওয়েলকাম রোমা। এক লক্ষ গ্ল্যাডিয়েটর তোমাদের স্বাগত জানাচ্ছে। ক্যাম্প ন্যু আমাদের কাছে রোমান কলোসিয়াম। মেসি আমাদের কিংবদন্তি। ফুটবলার তৈরির কারখানা লা মাসিয়া। আমাদের মাইকেল অ্যাঞ্জেলো হলেন আন্দ্রে ইনিয়েস্তা।
এই ভিডিও দেখার পর এডিন জেকোরা খেলা শুরুর আগে হয়ত কেঁপে উঠবে। তবে বুধবারের ম্যাচে অবিসংবাদিত ফেবারিট বার্সেলোনা। রোমা অবশ্যই আন্ডারডগ। তা বলে রোমাকে যদি মেসিরা বুধবার খাটো করে দেখেন তবে বিরাট ভুল করবেন। কারণ, এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে কঠিনতম বাধা পেরিয়ে উঠে এসেছিল রোমা। অ্যাথলেটিকো মাদ্রিদের মতো শক্তিশালী ক্লাবকে তারা গ্রুপ পর্ব থেকে ছিটকে দিয়েছে। চেলসিকে পিছন ফেলে গ্রুপ শীর্ষে অবস্থান করে রোমান ক্লাবটি নক-আউট পর্বে উন্নীত হয়েছিল।
এই মুহূর্তে ইতালিয়ান লিগ সিরি-এ’তে জুভেন্তাস ও নাপোলির পর তৃতীয় স্থানে রয়েছে রোমা। তাদের আক্রমণের প্রাণভোমরা এডিন জেকো বক্সের মধ্যে যে কোনো জায়গা থেকে গোল করতে পারদর্শী। যদিও নক-আউট পর্বে শাখতার ডোনেস্ককে হারাতে সেই রোমাকে কিন্তু ১৮০ মিনিট খেলার পর জিততে হয়েছিল অ্যাওয়ে গোলের সুবাদে।
অন্যদিকে, লিও মেসি না খেললে বার্সেলোনার শক্তি প্রায় অর্ধেক হয়ে যায়। নম্বর টেনের উপর গোটা দল নির্ভরশীল। মেসির পায়ে বল বাড়িয়েই অনেকে দায়িত্ব খালাস করে থাকেন। পাঁচবার ব্যালন ডি’ওর পুরস্কার জয়ী লিও মেসিকে ইদানীং ভোগাচ্ছে হ্যামস্ট্রিংয়ের ব্যথা। যার ফলে তিনি আর্জেন্টিনার হয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মাঠে থেকেও খেলার ঝুঁকি নেননি। এই মৌসুমে সুপার সাব রূপে পরে মাঠে নেমে মেসি ২১টি গোল করেছেন। স্প্যানিশ লা লিগায় পাঁচটি ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। এরমধ্যে বার্সেলোনা জিতেছিল দুটি ম্যাচে। ড্র করেছিল তিনটিতে। তাহলেই বুঝে দেখুন বার্সেলোনার মেসি নির্ভরতা।
গত শনিবার লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে ম্যাচেও মেসি প্রথম একাদশে নিজেকে রাখেননি। সেভিয়া ২-০ গোলে লিড নেয়। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে মেসি নামার আগেই তাদের হাফ ডজন গোলে এগিয়ে যাওয়ার কথা। অতঃপর রিজার্ভ বেঞ্চ থেকে উঠে সামান্য গা ঘামিয়ে মেসি মাঠে নামলেন এবং তারপর ম্যাচের রঙ বদলাল। মাত্র ৫৪ সেকেন্ডের মধ্যে লুই সুয়ারেজ এবং মেসি গোল করে সমতা ফিরিয়ে আনলেন।
বুধবার ন্যু ক্যাম্প স্টেডিয়ামে বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে ৪-৪-২ ফর্মেশনে দল সাজাবেন। গোলে মার্ক আন্দ্রে টার স্টেগেন। রক্ষণে নিশ্চিত জর্ডি আলবা, জেরার্ড পিকে ও স্যামুয়েল উমতিতি। রাইট ব্যাকে সের্গি রবার্তো প্রথম পছন্দ হলেও খেলার সম্ভাবনা বেশি নেলসন সেমেডো। কারণ, বুধবার হলুদ কার্ড দেখলেই ফিরতি পর্বে খেলতে পারবেন না রবার্তো। সেন্ট্রাল মিডফিল্ডে ইভান র্যাকিটিচ এবং সের্গিও বুস্কেতস। স্প্যানিশ মিডিওটি চোট সারিয়ে বুধবারই মাঠে ফিরছেন। প্রান্তিক আক্রমণের দায়িত্ব থাকবে আন্দ্রে ইনিয়েস্তা এবং ওসুমানে ডেম্বেলের উপর। আপফ্রন্টে লুই সুয়ারেজের পাশে এক এবং অদ্বিতীয় মেসি। রোমার আপফ্রন্টে সিঙ্গল স্ট্রাইকারে খেলবেন এডিন জেকো। তার একটু পিছনে সাপোর্টিং অ্যাটাকার হিসেবে থাকবেন স্টিফেন-এল-শারাওয়ে। মাঝমাঠে নাইনগোলানের ফিট হয়ে দলে ফেরার সম্ভাবনা প্রবল। সোমবার তিনি পুরোদমে অনুশীলন করেছেন। রোমার ডিফেন্সিভ ফর্মেশন খুবই মজবুত। যা হাড়ে হাড়ে বুঝেছে গ্রুপ পর্বে বাকি দলগুলো।
তবে বার্সেলোনা এই মৌসুমে যে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে তাতে অনেকেই মনে করছেন আর্নেস্তো ভালভার্দের প্রশিক্ষণেই হয়তো এবার ত্রিমুকুট জিতবে কাতালন ক্লাবটি। কোপা দেল রে ফাইনালে অবশ্য সেভিয়াকে হারাতে হবে বার্সাকে। যদিও লা লিগা খেতাবের দৌড়ে বার্সা এখনও দ্বিতীয় স্থানাধিকারী অ্যাথলেটিকো মাদ্রিদের তুলনায় ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে। সুতরাং, আশা করা যায় এই দুটি খেতাব অন্তত ন্যু ক্যাম্পে ঢুকছে। সবচেয়ে বড় কথা এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা মাত্র একটি ম্যাচে হেরেছে। আর সেটা স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে। তাই ট্র্যাক রেকর্ডই বুধবারের ম্যাচে অনেকখানি এগিয়ে রেখেছে ভালভার্দে-ব্রিগেডকে। আর তাছাড়া বার্সেলোনাকে হারানো শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভব।