চীনকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিল রাশিয়া, মার্কিন-জিবুতি যৌথ মহড়া স্থগিত

চীনকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিল রাশিয়া, মার্কিন-জিবুতি যৌথ মহড়া স্থগিত
চীনের কাছে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাঠিয়েছে রাশিয়া। ২০১৪ সালে চীন ও রাশিয়া সরকারের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হলো।

লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগ বন্দর থেকে দুটি জাহাজে করে এস-৪০০’র প্রথম চালান চীনে পাঠানো হয়েছে। চুক্তির সময়সীমার মধ্যেই এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হলো। জাহাজ দুটিতে রয়েছে কমান্ড পোস্ট, রাডার স্টেশন, লাঞ্চিং স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জমাদি।

তৃতীয় জাহাজটি গত জানুয়ারি মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় ঝড়ের কবলে পড়লে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেটা রাশিয়ায় ফেরত আনা হয়েছে এবং চলতি গ্রীষ্মকালে চীনকে তা নতুন করে সরবরাহ করা হবে।

২০১৪ সালে চীন চার থেকে ছয়টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্ডার দেয়। এজন্য চীনকে প্রায় ৩০০ কোটি ডলার খরচ করতে হচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য মস্কো চীনের একটি দলকে প্রশিক্ষণ দিয়েছে।

আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং মার্কিন বিমানের ফ্লাইট স্থগিত করার নির্দেশ দিয়েছে জিবুতি সরকার। চলতি সপ্তাহে দফায় দফায় বিমান দুর্ঘটনার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার আমেরিকার দুটি সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ার পর জিবুতি সরকার মার্কিন সরকারের কাছে কূটনৈতিক নোটিস পাঠিয়ে অনুরোধ করেছে যে, সমস্ত বিমানের অপারেশন বন্ধ রাখতে হবে। এ অনুরোধের পর জিবিুতি উপকূলে ‘অ্যালিগেটর ড্যাগার’ নামের যৌথ সামরিক মহড়া স্থগিত রয়েছে।

মঙ্গলবার প্রথম ঘটনায় জিবুতি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন এভি-৮বি হ্যারিয়ার জেট বিধ্বস্ত হয়। তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হন। ওইদিন শেষ বেলায় জিবুতির আরতা সৈকতে নামার সময় মার্কিন সিএইচ-৫৩ সুপার স্টেশন হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়।

পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, দুটি ঘটনার সঙ্গে পারস্পরিক কোনো যোগসাজশ নেই; এর পেছনে কোনো সন্ত্রাসী ঘটনাও দায়ী নয় বলে জানান তিনি।