মাঝ আকাশে বিমানে ধোঁয়া

যুক্তরাষ্ট্র ও কানাডা
মাঝ আকাশে বিমানে ধোঁয়া
যুক্তরাষ্ট্রের একটি বিমান আটলান্টা নগরীতে বুধবার জরুরি অবতরণ করেছে। বিমানটির ইঞ্জিন থেকে ধোঁয়া নির্গত হওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়। খবর সিনহুয়ার।

বিমান অপারেটর ডেল্টা এয়ারলাইন্স এ ঘটনার কথা নিশ্চিত করে বলেছে, লন্ডন ভিত্তিক এ বিমান স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় উড্ডয়নের পর এর দুটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং এর পরপরই বিমানটি ফিরে আসে।

ওই এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণ করে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহনে একের পর এক দুর্ঘটনার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা। মঙ্গলবার সাউথওয়েষ্ট এয়ারলাইন্স পরিচালিত বোয়িং বিমানের একটি ইঞ্জিন বিস্ফোরণে এক যাত্রী নিহত হন। মধ্য আকাশে এ বিস্ফোরণ ঘটে।



গলায় কলম ধরে বিমান ছিনতাই!

ঝরনা কলমধারী এক যাত্রী বিমানবালাকে হুমকি দেয়ার পর এয়ার চায়নার একটি উড়োজাহাজ অনির্ধারিত অবতরণে বাধ্য হয়েছে। রোববার বেইজিংগামী উড়োজাহাজটি ঝেংঝু শহরের শিনঝেং আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে বলে জানিয়েছে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

নিজেদের ওয়েবসাইটে দেয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে চীনের সিভিল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, এয়ার চায়নার ফ্লাইট ১৩৫০-এর ৪১ বছর বয়সী এক পুরুষ যাত্রী ওই বিমানবালাকে জিম্মি করতে কলমটি ব্যবহার করে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। এবং হুমকি দেয়া ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশা থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে উড়োজাহাজটি রওনা হয়েছিল।