তিনি কী ছিলেন আর কী হলেন! বদলে গেল ওয়ার্নারের পেশা

তিনি কী ছিলেন আর কী হলেন! বদলে গেল ওয়ার্নারের পেশা 
বল বিকৃতির ঘটনায় এক বছরের জন্য নির্বাসিত ডেভিড ওয়ার্নার। কী করছেন তিনি এখন?

সব ঠিকঠাক থাকলে তাঁকে এখন সানরাইজার্স হায়দরাবাদ-এর জার্সিতে দেখা যেত। তার বদলে ডেভিড ওয়ার্নারের হাতে এখন অখণ্ড অবসর। বল বিকৃতির ঘটনায় এক বছরের জন্য নির্বাসিত বাঁ হাতি এই ব্যাটসম্যান। হায়দরাবাদ এবার তাঁকে ১২ কোটি টাকার বিনিময়ে কিনেছিল। অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিলেন হায়দরাবাদের সমর্থকরা। তার বদলে ক্রিকেটার ওয়ার্নার এখন শখের নির্মাণশ্রমিকে পর্যবসিত হয়েছেন!

ব্যাটের বদলে ওয়ার্নারের হাতে এখন খেলা করছে ড্রিল। হেলমেটের পরিবর্তে নির্মাণশ্রমিকদের টুপি। বদলে গিয়েছেন ওয়ার্নার। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ওয়ার্নারের নতুন ‘চাকরি’র কথাটা জানিয়েছেন স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। ক্যান্ডিসের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, সিডনির সমুদ্রতীরবর্তী একটি বাড়ি বানাতে ব্যস্ত তিনি। ড্রিল নিয়ে কাজ করছেন ওয়ার্নার। ক্রিকেট ছাড়া সময়টা ভালই উপভোগ করছেন তিনি। ওয়ার্নারের প্রাসাদোপম এই বাড়ির দাম প্রায় ১ কোটি ডলারের কাছাকাছি। ২০১৫ সালে ৪০ লাখ অস্ট্রেলিয়ান ডলারে জমি কিনেছিলেন ওয়ার্নার। বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় ওয়ার্নারের হাতে এখন প্রচুর সময়। সেই সুযোগে স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন ওয়ার্নার।