নেটে নারাইন, বিরাট-দ্বৈরথে দলকে উদ্বুদ্ধ করতে ইডেনে হয়তো শাহরুখ
আইপিএল শুরুর আগে চোট সারিয়ে রাসেল যোগ দিয়েছেন। রবিবার রাতের মধ্যেই শহরে ঢুকে পড়ার কথা মিচেল জনসন ও ক্রিস লিনের
নজরে: রবিবার নেটে হাত ঘোরালেন সুনীল নারাইন। প্রথম ম্যাচেই থাকতে পারেন শাহরুখ। ছবি- দেবজ্যোতি সরকার এবং ফাইল চিত্র
রবিবার অনুশীলনে নেমে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। নৈশালোকের ইডেনে। দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, রবিন উথাপ্পা। তবে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই। সুনীল নারাইন!
সেই মোহক ছাঁট। গলায় সোনার চেন। বল নিয়ে ধূর্ত শিকারির মতো রান আপ ধরে দৌড়ে আসাটাও অপরিবর্তিত। কিন্তু ডেলিভারি করার মুহূর্তটা? যে ব্যাপারটা বারবার কাঁটার মতো বিঁধছে ক্যারিবিয়ান বিস্ময়-স্পিনারকে। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ফের রিপোর্ট জমা পড়েছে। নাইটদের হয়ে একাদশ আইপিএলে তাঁকে আদৌ বল করতে দেখা যাবে কি না, তা নিয়েই একসময় গুরুতর সংশয় তৈরি হয়েছিল।
রবিবার নেটে নারাইনকে বল করতে দেখে অবশ্য মনে হয়নি যে, কোনও অস্বস্তি রয়েছে। তাঁর বলে উথাপ্পাকে একবার স্টাম্পড করলেন উইকেটকিপার ও অধিনায়ক কার্তিক। গতবার আইপিএলে কেকেআরের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করে বড়সড় চমক দিয়েছিলেন। তাঁর ঝোড়ো ব্যাটিং দলের বড় ইনিংসের ভিত গড়ে দিয়েছিল বেশ কয়েকটি ম্যাচে। এদিন অবশ্য নেটে ব্যাট করেননি নারাইন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কালবৈশাখীর দাপটে যখন দৌড়ে মাঠ ছাড়লেন ক্রিকেটারেরা, নারাইনকে বেশ খোশমেজাজেই দেখাচ্ছিল। সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টা করছিলেন।
নারাইনের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার মধ্যেই নাইটদের জন্য আর একটা সুখবর হচ্ছে, ৮ এপ্রিল ইডেনে এসে দলকে উদ্বুদ্ধ করতে পারেন শাহরুখ খান। রবিবার নাইট শিবির থেকে কয়েকজন বললেন যে, শুটিংয়ের ব্যস্ততা থাকলেও টুর্নামেন্টে কেকেআরের প্রথম হোম ম্যাচে মাঠে থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শাহরুখ। যার অর্থ, ৮ এপ্রিল ইডেন দর্শকদের জোড়া প্রাপ্তি হতে পারে। বিরাট কোহলির সঙ্গে কিংগ খানেরও দর্শন।
আইপিএল শুরুর আগে চোট সারিয়ে রাসেল যোগ দিয়েছেন। রবিবার রাতের মধ্যেই শহরে ঢুকে পড়ার কথা মিচেল জনসন ও ক্রিস লিনের। তবে চোটের জন্য ছিটকে যাওয়া মিচেল স্টার্কের পরিবর্ত কে, সেটা এখনও জানা যায়নি। নাইটদের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর অবশ্য জানালেন, সোমবারের মধ্যেই স্টার্কের বিকল্পের নাম ঘোষণা করা হবে। ইডেনে দাঁড়িয়ে বেঙ্কি বলছিলেন, ‘‘আমরা আইপিএল গভর্নিং কাউন্সিলকে জানাচ্ছি। সোমবারই স্টার্কের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা দেওয়া হবে।’’ আজ, সোমবার ইডেনের মূল পিচে নিজেদের মধ্যে দু’টি দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন প্রধান কোচ জাক কালিস।
More Link
আইপিএল শুরুর আগে চোট সারিয়ে রাসেল যোগ দিয়েছেন। রবিবার রাতের মধ্যেই শহরে ঢুকে পড়ার কথা মিচেল জনসন ও ক্রিস লিনের
নজরে: রবিবার নেটে হাত ঘোরালেন সুনীল নারাইন। প্রথম ম্যাচেই থাকতে পারেন শাহরুখ। ছবি- দেবজ্যোতি সরকার এবং ফাইল চিত্র
রবিবার অনুশীলনে নেমে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। নৈশালোকের ইডেনে। দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, রবিন উথাপ্পা। তবে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই। সুনীল নারাইন!
সেই মোহক ছাঁট। গলায় সোনার চেন। বল নিয়ে ধূর্ত শিকারির মতো রান আপ ধরে দৌড়ে আসাটাও অপরিবর্তিত। কিন্তু ডেলিভারি করার মুহূর্তটা? যে ব্যাপারটা বারবার কাঁটার মতো বিঁধছে ক্যারিবিয়ান বিস্ময়-স্পিনারকে। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ফের রিপোর্ট জমা পড়েছে। নাইটদের হয়ে একাদশ আইপিএলে তাঁকে আদৌ বল করতে দেখা যাবে কি না, তা নিয়েই একসময় গুরুতর সংশয় তৈরি হয়েছিল।
রবিবার নেটে নারাইনকে বল করতে দেখে অবশ্য মনে হয়নি যে, কোনও অস্বস্তি রয়েছে। তাঁর বলে উথাপ্পাকে একবার স্টাম্পড করলেন উইকেটকিপার ও অধিনায়ক কার্তিক। গতবার আইপিএলে কেকেআরের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করে বড়সড় চমক দিয়েছিলেন। তাঁর ঝোড়ো ব্যাটিং দলের বড় ইনিংসের ভিত গড়ে দিয়েছিল বেশ কয়েকটি ম্যাচে। এদিন অবশ্য নেটে ব্যাট করেননি নারাইন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কালবৈশাখীর দাপটে যখন দৌড়ে মাঠ ছাড়লেন ক্রিকেটারেরা, নারাইনকে বেশ খোশমেজাজেই দেখাচ্ছিল। সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টা করছিলেন।
নারাইনের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার মধ্যেই নাইটদের জন্য আর একটা সুখবর হচ্ছে, ৮ এপ্রিল ইডেনে এসে দলকে উদ্বুদ্ধ করতে পারেন শাহরুখ খান। রবিবার নাইট শিবির থেকে কয়েকজন বললেন যে, শুটিংয়ের ব্যস্ততা থাকলেও টুর্নামেন্টে কেকেআরের প্রথম হোম ম্যাচে মাঠে থাকার চেষ্টা করবেন বলে জানিয়েছেন শাহরুখ। যার অর্থ, ৮ এপ্রিল ইডেন দর্শকদের জোড়া প্রাপ্তি হতে পারে। বিরাট কোহলির সঙ্গে কিংগ খানেরও দর্শন।
আইপিএল শুরুর আগে চোট সারিয়ে রাসেল যোগ দিয়েছেন। রবিবার রাতের মধ্যেই শহরে ঢুকে পড়ার কথা মিচেল জনসন ও ক্রিস লিনের। তবে চোটের জন্য ছিটকে যাওয়া মিচেল স্টার্কের পরিবর্ত কে, সেটা এখনও জানা যায়নি। নাইটদের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর অবশ্য জানালেন, সোমবারের মধ্যেই স্টার্কের বিকল্পের নাম ঘোষণা করা হবে। ইডেনে দাঁড়িয়ে বেঙ্কি বলছিলেন, ‘‘আমরা আইপিএল গভর্নিং কাউন্সিলকে জানাচ্ছি। সোমবারই স্টার্কের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা দেওয়া হবে।’’ আজ, সোমবার ইডেনের মূল পিচে নিজেদের মধ্যে দু’টি দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন প্রধান কোচ জাক কালিস।
More Link